কম্পিউটারের সাধারণ প্রশ্ন উত্তর ২০১৮। পার্ট-১
১.অপারেটিং সিস্টেমে সাধারনত কয় ধরনের ইউজার ইন্টারফেজ দেখা যায়?
ক.৩ খ.৪
গ.৫ ঘ.৬
২.অপারেটিং সিস্টেম কয় ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত?
ক.২ খ.৩
গ.১ ঘ.৪
৩.মাল্টিটাস্ককিং অপারেটিং সিস্টেম কোনটি?
ক.MS DOS খ.PC DOS
গ.WINDOWS 2000 ঘ.কোনটিই না
৪.কম্পিউটারের সাহায্যে কয় ভাবে প্রসেস কনট্রোল করা যায়?
ক. দুই ভাবে খ.তিন ভাবে
গ.চার ভাবে ঘ.ছয় ভাবে
৫.গঠন ও ক্রিয়ার উপর ভিওি করে কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়?
ক.তিন ভাগে খ.দুই ভাগে
গ.চার ভাগে ঘ.পাঁচ ভাগে
৬.মাইক্রো কম্পিউটার জগতে 64 বিট মাইক্রো প্রসেসর চালু হয় কত সালে?
ক.২০০১ সালে খ.২০০০
গ.১৯৯৮ ঘ.২০০৫
৭.YOU TUBE প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
ক.২০০৫ সালে খ.২০০১ সালে
গ.২০০৩ সালে ঘ.২০০৪ সালে
৮.মাক্রোসফট office 2007 বাজারে আসে কত সালে?
ক.২০০৭ সালে খ. ২০০৩ সালে
গ.২০০৪ সালে ঘ.১৯৯৭ সালে
৯.Wi-Fi প্রযু্ক্তির প্রচলন হয় কত সালে?
ক.২০০৪ খ.২০০৩
গ.২০০৫ ঘ.২০০২
১০.বাংলাদেশ প্রথম কম্পিউটার স্থাপন করা কত সালে?
ক.১৯৬৩ খ.১৯৬৪*
গ.১৯৬২ ঘ.১৯৬৬
১১.’’ডিজিটাল বাংলাদেশ’বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার হয় কত সালে?
ক.২০০৯ সালে খ.২০০৬ সালে
গ.২০০৭ সালে ঘ.২০০৫
১২.কোন প্রজন্ম থেকে কম্পিউটারে ভাল্বভের পরিবর্তে ট্রানজিস্ট্রার ব্যবহৃত হতে শুরু করে?
ক.প্রথম প্রজন্ম খ.দ্বিতীয় প্রজন্ম
গ.তৃতীয় প্রজন্ম ঘ.পঞ্চম প্রজন্ম
১৩.নিচের কোনটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার?
ক.IBM 3033 খ. IBM 1620*
গ .ITP 3000 ঘ .IBM 650
১৪.কোন প্রজন্ম থেকে কম্পিউটারের সাথে মনিটরের ব্যবহার শুরু হয়?
ক.দ্বিতীয় প্রজন্ম খ.তৃতীয় প্রজন্ম*
গ.প্রথম প্রজন্ম ঘ.পঞ্চম প্রজন্ম
১৫.কাজের প্রকৃতি বা ফাংশন অনুসারে কম্পিউটার সফটওয়্যারকে প্রধানত কয় ভাবে ভাগ করা যায়?
ক.দুই ভাগে খ.তিন ভাগে
গ.চার ভাগে ঘ.পাঁচ ভাগে
১৬.ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে সফটওয়্যারকে কয়টি ভাগ করা যায়?
ক.২ খ.৩
গ.৪ ঘ.৫
১৭.কাকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়?
ক.চার্লস ব্যাবেজ খ.ভন নিউম্যান*
গ.এইচ.এডওয়ার্ড রবার্ট ঘ.নিকোলাম উইয়ার্স
১৮.অপারেটিং সিস্টেমে সাধারনত কয় ধরনের ইউজার ইন্টার ফেজ দেখা যায়
ক.৩ খ.৪
গ.৫ ঘ.৬
১৯. অপারেটিং সিস্টেম কয় ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত?
ক.২ খ.৩
গ.১ ঘ.৪
২০.মাল্টিটাস্ককিং অপারেটিং সিস্টেম কোন টি?
ক . Ms Dos খ .PC Dos
গ .WINDOWS 2000 ঘ. কোনটিই না
২১.LINUX কী?
ক. Malware খ.Opcrating System
গ.Application Program ঘ.Firm ware
২২.নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম নয়?
ক.Red Hat Linux খ.unix
গ.Windows xp ঘ.Sunsolaris
২৩.বিশ্বের সর্ব প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার?
ক.ENIAC খ.EDVAC
গ.UNIVAC ঘ.IBM
২৪.VLSI কথাটি হলো—
ক.Very Large system Integration খ.Very Large Scale Integration*
গ.Very Long System Integration ঘ.Very Long system input
২৫.CPU এর পূর্ণ রুপ কী?
ক.Control Processing Unit খ.Computer Processing Unit
গ.Control Power Unit ঘ.Computer Power Unit
২৬.কম্পিউটারের কেন্দ্রীয় প্রকিয়াকরণ অংশ গঠিত?
ক.গ্রহন মুখ ও নিয়ণ্ত্রন অংশের সমন্বয়ে খ.স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
গ.অভ্যন্তরীণ স্মৃতি গাণিতিক যু্ক্তি অংশ ও নিয়ন্ত্রন অংশের সমন্বয়ে ঘ.অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রন অংশের সমন্বয়ে
২৭.কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে কয়টি অংশ?
ক.৩টি অংশ খ.৪টি অংশ
গ.৫টি অংশ ঘ.৬টি অংশ
২৮.কম্পিউটার যুক্তি বর্তনী অংশের সাধারন গেটগুলোর নাম-
ক.AND এবং OR খ. AND এবং OR এবং NOT
গ. NAND এবং NOR ঘ.XOR এবং XNOR
২৯.দুই ইনপুট বিশিষ্ট অর (OR) গেইট এর আউটপুট শূন্য গুলোর নাম……হয়।
ক.উভয় ইনপুট শূন্য খ.যে কোনো একটি ইনপুট শুন্য
গ.উভয় ইনপুট’1’ ঘ.যে কোনো একটি ইনপুট’1’
৩০.ডিজিটাল ইলেক্ট্রনিক্সে কয়টি মৌলিক গেইট ব্যবহার হয়?
ক.২টি খ.৩টি
গ.৪টি ঘ.৫টি