সি প্যানেল কি (C Panel)
সি প্যানেল C-Panel অর্থাৎ কন্ট্রোল প্যানেল হলো যেকোনো ওয়েব হোস্টিং অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের একটি অনন্য সমাধান। ওয়েব হোস্টিং অ্যাকাউন্টগুলো ব্যবস্থাপনার জন্য ওয়েবহোস্টিং কোম্পানিগুলো তাদের ক্লায়েন্টদেরকে সুবিধাজনক বিভিন্ন কন্ট্রোল সরবরাহ করে থাকে।
এ কন্ট্রোল প্যানেলে সাইটকে আপলোড করার বিভিন্ন অপশন পাওয়া যায়। এদের মধ্যে অতি জনপ্রিয় একটি কন্ট্রোল প্যানেল হলো cPanel, এর মাধ্যমে সাইট আপলো করার জন্য ওয়েব ব্রাউজারে ব্যবহারকারীর ওয়েব সাইটের অ্যাড্রেসটি ডোমেইন নেমটি টাইপ করার পর ফরোয়ার্ড স্ল্যাস দেয়ার পর cpanel টাইপ করে এন্টার চাপতে হয়
(যেমন: https://www.bestearnidea.com/cpanel) Or https://www.bestearnidea.com/2083। )
সাধারণত একটি ওয়েব সাইট বানানোর ৪টি ধাপ আছে:
১। একটি সাইট তৈরির ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে প্রথমেই আপনার প্রয়োজন কোডিং করা। কোডিং এর উপরে অনেক কিছু নির্ভর করে সাইটের ফিচার ।যদিও এখন সাইটের অধিকাংশ কোড করতে পাওয়া যায়। তবে নিজে লেখার বিকল্প নেই। চেষ্টা করেবন নিজস্ব সাইটের কোডিং নিজেই করতে।
২। দ্বিতীয় ধাপ হলো কোডিং গুলো সুন্দর ডিজাইনিং করা। কোডিং এর মধ্যে কমেন্ট যুক্ত করা। যাতে পরবর্তীতে কোড বুঝতে সহজ হয়। অল্প কোডিং করে বেশী কাজ করা ভাল ডিজাইনের লক্ষণ। তাছাড়া আপনার উচিৎ কোডগুলো সাজিয়ে লেখা।
৩। তৃতীয় ধাপটি হলো ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে ।যে কনো একটি কোম্পানি থেকে আপনি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন। ডোমেইন রেজিস্ট্রেশন যে কোম্পানি থেকেই করেন না কেনো,এতে কোনো সমস্যা নাই। ডোমেইন কি যারা জানেন না তারা ডোমেইন কি লেখাটি পড়ে আসুন।
৪। সাইট কোডিং করার পরে ডিজাইনও শেষ করলেন । এবার ডোমেইন ও কিনা শেষ তাই না। এবার আপনি আপনার এ কোডিং অর্থাৎ ওয়েবসাইট যেখানে রাখবেন একে বলে হোস্টিং। হোস্টিং আপনি আপনাকে একটা নির্দিষ্ট পরিমান ক্রয় করতে হবে। তাই এখন দরকার একটি ওয়েব হোস্টিং কোম্পানি যেখানে আপনার সব গুলো ফাইল জমা রাখার পরেই একটি পূর্ণাঙ্গ সাইট তৈরি হয়।
আপনি চাইলে নিজের পিসিকে একটি হোস্টিং সার্ভার বানাতে পারেন কিন্তু সেটা খুব বেশী ব্যয়বহুল তাই আমরা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনে ব্যবহার করে থাকি।
হোস্টিং কিনার পরে আপনার সাইটের ফাইল গুলোকে মেনেজ করার জন্য একটি বিশেষ কন্ট্রোল প্যানেল আপনাকে দিবে। সেই কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে আপনি আপনার সাইটের আপডেট ও পরিবর্তন সহ আরো অনেক কিছুই করতে পারবেন। সেটাকেই সি প্যানেল বলা হয়ে থাকে। যেহুতু আপনি টাকা খরচ করে হোস্টিং নিয়েছেন তাই অবশ্যই আপনাকে একটি কন্ট্রোল প্যানেল দেয়া উচিত তাই না? সি প্যানেল এর একটি গোপন পাসওয়ার্ড ও ইউসার নেম ও আপনাকে দিয়ে দেয়া হবে।
ভাল মানের হোস্টিং কেনতে যোগাযোগ করুন: ShebaHost.com
“সি-প্যানেল” (C-panel) হলো একটি ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সফটওয়্যার, যা ওয়েবসাইট এবং ওয়েব হোস্টিং সার্ভারের প্রবর্তন এবং প্রশাসন করার জন্য ব্যবহার হয়। এটি ওয়েব হোস্টিং প্রদানকারী সংস্থা বা ওয়েব সার্ভার ম্যানেজারদের সহায়ক সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হয়।
সি-প্যানেলের মাধ্যমে ওয়েবসাইট এবং সার্ভার সংক্রান্ত বিভিন্ন কাজ সহজে সম্পাদন করা যায়, যেমন:
1. ওয়েবসাইট ম্যানেজমেন্ট: সি-প্যানেলের মাধ্যমে ওয়েবসাইট ফাইল এবং ডেটাবেস পরিচালনা করা যায়, সাইট ফোল্ডারে নতুন ফাইল আপলোড করা যায়, মেলেটা ক্যাচ সেটিং সম্পাদনা করা যায়, সাইট কনফিগারেশন পরিবর্তন করা যায়, ইমেইল একাউন্ট তৈরি করা যায়, সাইট সার্ভারের প্রদর্শন এবং অন্যান্য ওয়েবসাইট সংক্রান্ত কাজ সম্পাদন করা যায়।
2. ডোমেইন ম্যানেজমেন্ট: সি-প্যানেলে আপনি আপনার ডোমেইন নেম এবং DNS সেটিং সম্পর্কে নিয়ন্ত্রণ রাখতে পারেন।
3. ডেটা ব্যাকআপ এবং রিস্টোর করা: সি-প্যানেল সার্ভারের ডেটা ব্যাকআপ তৈরি করতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে, যা ডেটা লসের সময় ব্যবহৃত হতে পারে।
4. ইমেইল প্রবর্তন এবং ম্যানেজমেন্ট: সি-প্যানেলে ইমেইল একাউন্ট তৈরি করা এবং মেইল সার্ভার সেটিং পরিবর্তন করা যায়।
5. সার্ভার সেটিং ম্যানেজমেন্ট: সি-প্যানেলে সার্ভার সেটিং পরিবর্তন করা যায়, যেমন PHP সেটিং, সার্ভার সিকিউরিটি, এবং অন্যান্য সার্ভার কনফিগারেশন সম্পাদনা।
সি-প্যানেল বিভিন্ন ওয়েব হোস্টিং সার্ভারে ব্যবহার করা হয় এবং সাইটের প্রশাসন এবং পরিচালনা সহজ এবং সাধারণ করে তোলে।
2 Comments
Pingback: অ্যাডন ডোমেইন কি? কেন Addon Domain ব্যবহার করব? - বেস্টআর্নআইডিয়া.কম
Pingback: কোন রকম ইনভেস্ট investing ছাড়া অনলাইন থেকে ঘরে বসে আয় করুন - BestIncomeidea