২০২৫ সালে ফেসবুক অ্যাডস অ্যালগরিদমে বেশ কিছু পরিবর্তন ও আপডেট এসেছে, এর মাধ্যমে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ সৃষ্টি হয়েছে বা হবে৷ ফেসবুকের অ্যালগরিদম মূলত মেশিন লার্নিং ও প্রোগ্রামিং এর সমন্বয়ে কাজ করে, যা ব্যবহারকারীদের নিউজ ফিডে কোন কন্টেন্ট দেখানো হবে তা নির্ধারণ করে দেয়৷ এটা আমরা অনেকেই জানি কিন্তু অনেক সময় কখন কিভাবে কাজ করে তা বুঝতে পারি না। এবারের ব্লগে কিছু গুরুত্বপূর্ণ ফেসবুক এল্গোরিদম এর আপডেট নিয়ে কথা বলব।
কন্টেন্ট এর কোয়ালিটি কে গুরুত্ব দেওয়া :
২০২৪ কিংবা তার আগে আপনি যে কোন এটা ভিডিও বা ছবি পোস্ট এড দিলেই সেল আসতো। ফেসবুক কন্টেন্ট এর প্রতি এতো গুরুত্ব দেয় নাই। কিন্তু এই বছর কিন্তু ফেসবুক এটা খুব গুরুত্ব দিয়ে দেখবে।
আপনার কন্টেন্ট কত টা মান সম্মত তার উপর আপনার সেলস নির্ভর করবে। এমনকি সেলস এর ধারাবাহিকতা কন্টেন্ট এর উপর নির্ভর করবে।

আমরা এড দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট পোস্ট করি। তা ইউজার বা ব্যবহারকারীরা কতটা ইন্টারঅ্যাক্ট করছেন, যেমন লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি, তা অ্যালগরিদমের জন্য গুরুত্বপূর্ণ সিগন্যাল হিসেবে কাজ করবে।

ভিডিও কন্টেন্ট এর মাধ্যমে একজন ইউজার পণ্য সম্পর্কে বিস্তারিত ধারণা পায়। এতে ব্রান্ড এর প্রতি আর বেশি ট্রাস্ট বাড়ে। এই কারণে ২০২৫ এ ভিডিও কন্টেন্ট খুব বেশি প্রাধান্য পাবে।

ভিডিও কন্টেন্ট এর পাশাপাশি লাইভ ভিডিও এখন ট্রেনিং এ আছে। আবার এইবার ২০২৫ এ এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফেসবুক অ্যালগরিদমে বেশি প্রাধান্য পাচ্ছে লাইভ ভিডিও স্ট্রিমিং।

দিন যত বাড়ছে রিলস একাই রাজত্ব করছে। কারণ রিলস দেখতে সময় কম লাগে। মানুষ একসাথে অনেকগুলো রিলস দেখতে পারে। সময় সেইভ করে। যার ফলে এবার এল্গোরিদম অনেক বেশি প্রধান্য পাচ্ছে।

ফেসবুক অ্যালগরিদম পূর্বের ডেটা বিশ্লেষণ করে। যেমন, ক্লিক, ভিজিট, ব্রাউজিং, পারচেজ, এড টু কার্ট, এই রকম নানান মেট্রিক্স যাচাই করে ব্যবহারকারী কোন কন্টেন্টে আগ্রহী হতে পারে তা শো করে নতুন নতুন সেলস কি করতে সহায়তা করে।

বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রতিটি কন্টেন্টকে একটি স্কোর প্রদান করা হয়, যা নির্ধারণ করে কোন কন্টেন্ট ব্যবহারকারীর নিউজ ফিডে কত উপরে থাকবে। যেমন ধরুন : আপনার কন্টেন্ট খুব ভাল কিন্তু আপনার কমিউনিকেশন ভাল না তাহলে স্কোর কমতে থাকবে। আবার কন্টেন্ট ভাল কিন্তু পণ্যের কোয়ালিটি ভাল না সেক্ষেত্রেও আপনার স্কোর কমতে থাকবে। যার ফলে আপনার সেলস কমতে থাকবে।
এল্গোরিদম অনুসরণ করার কারণে রেজাল্টও ভাল আসছে। তার কিছু নমুনা দেওয়া হলো।