EBL প্রিপেইড কার্ড দুই ধরনের।
- একোয়া মাস্টার
- লাইফস্টাইল ভিসা কার্ড
যদি অনলাইনে কেনাকাটার জন্য নেন তাহলে লাইফস্টাইল ভিসা বেটার। কারণ ভিসা কার্ডের অনেক ধরনের অফার দিয়ে থাকে।
নতুন কার্ড নেওয়ার জন্য আপনার কাছে যে কোন ব্রাঞ্চে যোগাযোগ করুন কি কি কাগজ লাগবে। যদি প্রশ্ন করে কার্ড কিসের জন্য করাচ্ছেন। তাহলে বলবেন ফেসবুক বুস্টিং এবং আলী এক্সপ্রেস থেকে কেনাকাটা করার জন্য।
কার্ড করার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট কি তা হবে যেমন :
দু কপি পাসপোর্ট সাইজের ছবি।
এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এর ফটোকপি (ডলার ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট ছাড়া হবে না )
ইনকাম সোর্স এর ফটোকপি।
বাড়ির ইলেকট্রিসিটির বিলের ফটোকপি।
মোবাইল নম্বর আর ইমেইল আইডি।
আর হাতে গোনা বাংলাদেশের ১১৫০/= টাকা ব্যাংকে জমা দিতে হবে 😭😭
অবশ্যই কার্ড কাস্টমাইজ নাম দিয়ে করবেন। যদিও 10 থেকে 15 দিন সময় লাগবে।
যেদিন কার্ড হাতে পাবে সেদিনই এন্ডোর্সমেন্ট করাতে পারবেন তবে সাথে পাসপোর্ট নিয়ে যেতে হবে।
টাকা বা ডলার জমা দেওয়ার সময় প্রিপেইড কার্ডের জন্য আলাদা জমা স্লিপ থাকে।
যদি কাছে কোন ব্যাংক না থাকে তাহলে যে এটিএম গুলোতে ড্রপবক্স তাকে ওইখানেও টাকা জমা দিতে পারবেন। তবে একদিন সময় লাগবে জমা হতে। একদম সকালে দিলে বিকেলের মধ্যে জমা হয়ে যায় অনেক সময়।
New- আপনি চাইলে এই কার্ডে টাকা জমা রাখতে পারবেন যেকোন ইবিএলের এটিএম বুথ থেকে টাকা আবার তুলতে পারবেন।
New – সব ধরনের বাংলাদেশের ই-কমার্স সাইটে পেমেন্ট করতে পারবেন।
এরপর ব্যাংক এর হেল্প লাইনে কল দিয়ে আপনাকে কার্ড একটিভ করতে হবে।
BDT – USD দুটাই এক্টিভ করে নিবেন।
New – এখন নতুন কার্ড নিতে গেলে ১,১৫০৳ চার্জ দিতে হবে। যেটা আগে ৫৭৫৳ ছিল।
New – আরেকটা নতুন নিয়ম হলো সরকারকে ১৫% ভ্যাট দিতে হবে।
( অর্থাৎ ফেসবুকে কোন পোস্ট বুস্ট করতে চাইলে আপনাকে ১ ডলারের জন্য ৩২.২৫% ভ্যাট দিতে হবে )
তবে অনলাইনে কেনাকাটা বা বিভিন্ন ধরনের ই-কমার্স, মুভি সাবস্ক্রিপশন ফি সাইটে ১৫% ভ্যাট দিতে হবে না।
ফেইসবুক বুষ্টিং এর জন্য যে সমস্যাগুলো প্রায়ই হয়ে থাকে =
কার্ডে ডলার পার্ট একটিভ না হওয়ার আগে আপনারা কার্ড ফেসবুকে এড করে ফেলেন , যার কারণে ফেসবুক ডলার নিতে পারে না তাই কার্ড সাসপেন্ড করে দে। তাই ডলার পার্ট এক্টিভ না হওয়ার আগে ভুলেই কখনোই ফেসবুকে এড করবেন না।
অনেক সময় হঠাৎ করে বুষ্ট রিজেক্ট করে দেয় এটার মূল কারণ হলো কিছু কিছু ইমুজি ব্যবহার করার কারণে, ইমোজি ব্যবহার করার সময় দেখেশুনে করবেন। ওইগুলো ইউজ করলে আপনার বুষ্ট রান হবে না। আর সেক্সুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না।
New – অনেক সময় অ্যাড ম্যানেজার আইডি ডিসেবল করে দে, কম্পিউটার বা মোবাইল থেকে ডেক্সটপ মোডে ঢুকে এডস ম্যানেজার গেলে ঐখানে কিছু রিপোর্ট দেখবেন এগুলা আপনাকে ডিলিট করে দিতে হবে তখন আইডি আবার একটিভ হবে। এইটা নিয়ে ইউটিউবে ভিডিও পাবেন।
বর্তমানে অনেকের এড আইডি ডিজেবল করে দিচ্ছে। আপনারা একটি একাউন্টে একাদিক কার্ড ব্যবহার করতে পারবেন। যে কার্ডটা থেকে ডলার পেমেন্ট করবেন সেটা প্রাইমারি করে রাখতে হবে। আর ভুলেই কখনোই একটা কার্ড দুইটা একাউন্টে ব্যবহার করবেন না ডিজেবল করে দেওয়ার ঝুঁকি থাকে।
বর্তমানে অনেকের একাউন্ট ডিজেবল করে দিচ্ছে একাউন্ট ডিজেবল করে দিলে ফেসবুক হেল্প সেন্টারে মেইল পাঠান অথবা ইউটিউবে ভিডিও দেখুন , অনেক ভিডিও আছে। আর ডিউ পেমেন্ট বেশিদিন রাখবেন না।
করণীয় =
ডলার পার্ট একটিভ করার পর , কার্ডটা ফেসবুকে অ্যাড না করে আলি এক্সপ্রেস এ এড করুন। যেকোনো একটি কম টাকার আইটেম অর্ডার করুন। ওরা যদি ডলার নিতে পারে তারপর বুঝবেন আপনার ডলার পার্ট একটিভ হয়েছে। তারপর আপনার কার্ডটা ফেসবুকে নিশ্চিন্ত মনে অ্যাড করতে পারবেন। তবে ইউএসডি পার্ট এ USD থাকতে হবে।
( আলি এক্সপ্রেস থেকে আপনি যে কোন প্রোডাক্ট বাংলাদেশে আনতে পারবেন, তারা পোস্ট অফিসে প্রোডাক্ট গুলোর পাঠাই, ইউটিউবে অনেক ভিডিও আছে এগুলো দেখতে পারেন,আর যদি দরকার না হয় তাহলে অর্ডারটা ক্যান্সেল করাতে পারবেন পরে। কমেন্ট বক্সে আলি এক্সপ্রেস এবং Sky App এর লিংক আছে।
যাদের আগে বুষ্ট করছেন কিন্তু পরবর্তীতে বুস্ট করতে পারছেন না, তাদের একটাই প্রবলেম সেটা হল (EBL Sky ) অ্যাপ থেকে foreign Part Disable হয়ে যাই। ওইটা Enable করে দিন।(Date/Month/Year) দেখে করবেন।
EBL Sky App
এই App এর মাধ্যমে ঘরে বসে ডলার কনভার্ট থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন।
এই অ্যাপে আপনার কার্ডের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন USD and BDT
এছাড়া ট্রানস্যাকশন হিস্টরিও দেখতে পারবেন।
যেকোন ব্যাংক অথবা বিকাশে ফাউন্ড ট্রান্সফার করতে পারবেন।
অনলাইনে কেনাকাটা অথবা রেস্টুরেন্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট সেটা অফার ট্যাব এ দেখতে পারবেন।
BDT-USD/USD-BDT Convert
Service Request > Prepaid card Related > Limit Conversation ( Service Type)
তারপর 72 ঘন্টা অপেক্ষা করতে হবে।
Foreign Part Disable/Enable
Service Request > Prepaid card Related > Foreign Part Disable/Enable(Service Type)
তারপর 72 ঘন্টা অপেক্ষা করতে হবে।