লক্ষ্য স্থির করাটা খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য যে শুধু আপনার পরিকল্পনা আর প্রত্যাশার প্রতিনিধিত্ব করে তা না। আপনার আকাঙ্ক্ষা এবং আদর্শ অবস্থানের মাঝে সেতু হিসেবে কাজ করে।Forex
লক্ষ্য স্থির করা মাত্রই আপনি বাস্তবতার সামনে দাঁড়াচ্ছেন। বুঝতে পারছেন কোথায় আপনার কমতি আছে, কীভাবে আপনাকে নিজস্ব অর্জনের পথে এগোতে হবে। এমনও হতে পারে লক্ষ্য স্থিরের মাধ্যমে নিজের উন্নতি নিশ্চিত করতে চাইছেন আপনি।
মানে আপনি যদি একবার ফুল ম্যারাথন দৌড় দিয়ে থাকেন তাহলে সেটা নিশ্চয়ই আর আপনার লক্ষ্য থাকবে না? এই লক্ষ্য অর্জন অসম্ভব নয়। শুধু দৌড়াদৌড়ি নিয়ে একটু পরিশ্রম করতে হবে।
একটু একটু করে চেষ্টা করবেন, উন্নতি হবেই। লক্ষ্য স্থির করলে নিজের জায়গায় শক্ত থাকতে পারবেন। বুঝতে পারবেন ছোট ছোট জিনিসগুলোও ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে।
ছোটখাটো ব্যাপার যেমন বাড়তি এক মিনিট জগিং করা, দুই কাপের জায়গায় এক কাপ কফি খাওয়া কিংবা স্টপ লস থেকে আস্তে আস্তে ব্রেকইভেন পয়েন্টে আসা যেখানে লাভও নেই লসও নেই। এসব ব্যাপারগুলো ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলে।
এক সময় নিজেকে নিয়ে সচেতন হবেন, বুঝতে পারবেন আপনার শক্তি কোথায়। লক্ষ্য আপনাকে উৎসাহ দেবে। আরেকটু বাড়তি উন্নতি আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে সেটা বোঝা তখন সহজ হবে।
ফরেক্স ট্রেডিং এ সাফল্য অর্জন
সাফল্য অর্জনের কল্পনাটাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর্নল্ড শোয়ার্জনেগারের কথাই ধরুন না। তিনি টানা সাতবার মিস্টার ইউনিভার্স হয়েছিলেন। তার রুটিনের অন্যতম অংশ ছিল এক জায়গায় দাঁড়িয়ে নিজেকে আরও একবার বিজয়ী হিসেবে কল্পনা করা।
যদিও সঠিক লক্ষ্য স্থির করার কাজটা শুনতে সহজ মনে হলেও আসলে খুবই কঠিন।
কিছু ট্রেডার আছে যারা নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে সময়ের সবটুকু ব্যয় করে। যেমন প্রচুর পরিমাণে পিপ বানানো, কিংবা লস হলেই হাল ছেড়ে সরে আসা ইত্যাদি। এসব করলে লক্ষ্যের বাস্তবিক দিকে আর মনোযোগ দেয়া হয় না। আপনার লক্ষ্যে ট্রেডিং প্ল্যানের সাথে যায় কি না এ নিয়ে চিন্তা করতে হবে। মাথায় রাখতে হবে ঝুঁকি ও ব্যক্তিত্ব সামলানোর মত বিষয়গুলোও।
কিছু ট্রেডার তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হয় না কারণ পরিকল্পনা অনুযায়ী তাদের সঠিক কর্মপন্থা নেই। প্রতি সপ্তাহে কত ডলার লাভ করবেন সে চিন্তা করলেন, এরপর শুরু করলেন ভবিষ্যতের সুখশান্তির চিন্তা। কী ভাবছেন? এরপর ম্যাজিকের মত সব হয়ে যাবে? মোটেই না।
Forex Trading Goals | বাস্তব সম্মত কাজ করা
সবসময় মনে রাখবেন লক্ষ্যের সাথে সাথে নির্দিষ্ট কিছু কাজও করে যেতে হয়। কাজগুলো হতে হবে বাস্তব সম্মত। একই সঙ্গে ঠিক কোন ধরনের লক্ষ্য স্থির করতে হবে সেটা জানাটাও জরুরী।
যারা নতুন ট্রেডার তাদের লক্ষ্য হওয়া উচিত কাজের প্রক্রিয়া সংশ্লিষ্ট। কতটুকু লাভ করা গেল সেদিকে বেশি মনোযোগ দেয়াটা তখন অনুচিত। কাজ সংক্রান্ত লক্ষ্য আপনার ট্রেডিং দক্ষতা বাড়ায়। কীভাবে ট্রেড করতে হয় সেটা তখন শিখতে পারবেন। লোকসান করাটা তখন মুখ্য ব্যাপার নয়। মুখ্য ব্যাপারটি হলো আপনি সঠিক পদ্ধতিতে ট্রেড করছেন এবং ট্রেডিং প্রক্রিয়ার উপর আপনার মনোযোগ নিবদ্ধ।
কাজ ভিত্তিক লক্ষ্যগুলো আপনাকে অনেকভাবে সাহায্য করবে। আপনি হবেন রিস্ক ম্যানেজমেন্টে পারদর্শী। পারদর্শী হবেন পরিকল্পনা বাস্তবায়নে। ভবিষ্যতের কথা চিন্তা করলে ট্রেডার হিসেবে এ ব্যাপারগুলো আপনাকে অনেকদূর নিয়ে যাবে।
আবার যখন আপনি একজন অভিজ্ঞ ট্রেডার তখন ফলাফল ভিত্তিক লক্ষ্য স্থির করলে অনেক কাজে দেবে। একটা মনিটারি অথবা পিপ টার্গেট থাকলে লক্ষ্য অর্জনে কী কী করতে হবে তা এমনিতেই মনে থাকবে।
মনে রাখবেন, লক্ষ্য অর্জনে কী কী করতে হবে তা জানতে হলে প্রয়োজন দক্ষতা এবং অভিজ্ঞতা। যে ধরনের লক্ষ্যই স্থির করুন না কেন, লক্ষ্য হওয়া উচিত এমন যা ট্রেডার হিসেবে আপনার অবস্থার উন্নতি ঘটাবে।
লক্ষ্য শুধু অর্জন করারই ব্যাপার নয়, লক্ষ্য হবে এমন একটি উৎস যা আপনার জ্ঞান, আত্মবিশ্বাস এবং উৎসাহ বাড়াবে।
লক্ষ্য স্থির করে তা অর্জনের সর্বোচ্চ চেষ্টা চালান। ফরেক্স ট্রেডিং এ তখন আপনার অবিশ্বাস্য উন্নতি ঘটবে।