আর্টিকেল লিখে আয় করার গাইডলাইন। বর্তমানে অনলাইন থেকে আয় করার অনেক উপায় রয়েছে। কিন্তু এর মধ্যে ইউটিউব এ ভিডিও বানিয়ে আয় করা এবং ব্লগের জন্য আর্টিকেল লিখে আয় করা Online Income এর মধ্যে সেরা।
আজ সময় হলো ইন্টারনেটের, আর এই ইন্টারনেট কে কাজে লাগিয়ে অনেকেই অনলাইন থেকে বিভিন্নভাবে আয় করছেন। আবার অনেকেই বিভিন্ন ভাবে তাদের মুল্যবান সময় নষ্ঠ করছে ইউটিউব বা ফেসবুক এ ভিডিও দেখে। কিন্তু আপনি চাইলেই আপনার মূল্যবান সময় কে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করতে পারবেন।
আজকের এই ব্লগ পোস্ট এর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখে অনলাইন থেকে আয় করতে পারবেন।
বর্তমানে অনলাইন থেকে আয় বা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর প্রভাব সবচেয়ে বেশি। আর্টিকেল রাইটিং বা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি করে আয় করা ও ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। আপনার যদি ভালো লেখার অভিজ্ঞতা থাকে যেমন, আপনি ভালো English বা বাংলা লিখতে পারেন এবং আর্টিকেল রাইটিং সম্পর্কে আপনার যদি Knowledge বা জ্ঞান থাকে । তাহলে আপনি আর্টিকেল রাইটিং করে প্রতিমাসে হাজার হাজার টাকা অনলাইন থেকে আয় করতে পারবেন।
আর্টিকেল লিখে আয় করার গাইডলাইন
তাহলে, চলুন দেখে নেই আজকের আই আর্টিকেল থেকে আপনি কি কি শিখতে পারবেন।
- আর্টিকেল রাইটিং কি?
- কিভাবে আর্টিকেল লিখতে হয়?
- আর্টিকেল লিখে আয় করার মাধ্যম গুলো কি?
- আর্টিকেল লিখে আয় করার বিভিন্ন ওয়েবসাইট।
আর্টিকেল সাধারনত একটি লেখা। সহজ ভাবে বলতে গেলে আর্টিকেল হলো তথ্য । একতি নির্দিষ্ট টপিক, বিষয় বা কি-ওয়ার্ড এর উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য যুক্ত করে একটি সম্পূর্ণ পোস্ট কেই আর্টিকেল বলা হয়ে থাকে।
আগে সাধারনত, আর্টিকেল পাবলিশ করা হত বিভিন্ন পত্রিকা বা নিউজপেপার এ । কিন্তু যুগের পরিবর্তনে বর্তমানে এখন প্রায় সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। তাই এখন আর্টিকেল প্রকাশ করা হয় বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ বা অনলাইন ফোরামে।
কোন নির্দিষ্ট টপিকের উপর ভিত্তি করে বিভিন্ন তথ্য নিয়ে লেখা বা একটি ব্রিফ আলোচনা কে আর্টিকেল বা ব্লগ পোস্ট বলা হয়।
কিভাবে আর্টিকেল লিখতে হয়?
আর্টিকেল লেখার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। আমরা আপনি যদি এই নিয়মকানুন না মেনে আর্টিকেল লিখেন তাহলে লোকেরা এই আর্টিকেল পড়ে আগ্রহী হবেন না বা তারা রুচি পাবেন না। আপনাকে চেষ্ঠা করতে হবে এমনভাবে কনতেন্ট বা আর্টিকেল লিখতে। যাতে করে একজন মানুষ সহজেই আপনার লেখা পরে বুঝতে পারে।
আপনি তখনই একজন সফল আর্টিকেল রাইটার বা কনটেন্ট রাইটার হতে পারবেন যখন, লোকেরা আপনার লেখা আর্টিকেল বা ব্লগ পোস্ট পড়ে আনন্দ পাবে এবং আরও জানতে চাইবে যেই বিষয়ে আপনি লিখছেন।
আপনি কোন বিষয়ে আর্টিকেল লিখছেন এবং কতো শব্দের বা কোন ধরনের শব্দ নিয়ে আর্টিকেল লিখছেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর । আপনার লেখা নির্ভর করবে আপনি কোন বিষয়ে লিখছেন এবং সেই বিষয়ে আপনার Knowledge বা জ্ঞান ও অভিজ্ঞতার উপর।
আপনার যত বেশি জ্ঞান থাকবে আপনি তত বেশি তথ্য দিয়ে লিখতে পারবেন এবং লোকেরা যত বেশি তথ্য পাবে। তত বেশি আপনার লেখাগুলো পড়তে চাইবে।
তাই আপনি যখন আর্টিকেল লেখা শুরু করবেন। আপনাকে মনে রাখতে হবে যেই বিষয়ে আপনি লিখছেন বা লিখতে যাচ্ছেন সেই বিষয়ে যেনো আপনার পুর্ন ধারণা থাকে। চলুন আর্টিকেল লেখার কিছু সাধারণ নিয়ম সম্পর্কে জানার চেষ্ঠা করি।
আকর্ষনীয় আর্টিকেল লেখার নিয়মঃ
আপনি যদি নিজেকে একজন সফল কনটেন্ট রাইটার হিসেবে দেখতে চান তাহলে আপনাকে কিছু সাধারণ নিয়ম ফলো অনুসরন করতে হবে। এছাড়াও আপনাকে জানতে হবে কিভাবে আকর্ষনীয়, নির্ভুল, নিপুন ও ইউজার ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয়। এছাড়া সঠিক শব্দ চয়ন ও জরুরি।
১) স্পষ্ঠ, আকর্ষনীয় এবং ছোট টাইটেল ( TITLE ) ব্যবহার করা। এতে করে ভিজিটররা সহজেই আপনার আর্টিকেল সমন্ধে জানতে পারবে। ছোট টাইটেল ব্যবহারের কারণে আপনার আর্টিকেল স্পষ্ট হয়ে যাবে এবং ভিজিটররা সহজেই এ সম্পর্কে বনুঝতে পারবে।
২) হেডিং (hedding) ব্যবহার করা। আর্টিকেলে হেডিং অনেক গুরুত্বপূর্ন রোল প্লে করে। বিভিন্ন হেডিং রয়েছে। যেমন, H1, H2, H2, H4, H5, ও H6 হেডিং ব্যবহারে আর্টিকেলের অংশগুলো ভাগ হয়ে যায় এবং দর্শকেরা সজেই আর্টিকেল টি পড়তে পারে।
৩) প্যারাগ্যারাফ ব্যবহার করা। মনে রাখবেন ইউজার ফ্রেন্ডলি আর্টকেল লেখার জন্য অবশ্যই ছোট ছোট প্যারাগ্যারাফ লিখতে হবে। ছোট ছোট প্যারাগ্যারাফ করে লেখার ফলে একজন ভিজিটর বা দর্শক সহজেই আপনার লেখা বুঝতে পারবে। ৩/৪ লাইনের প্যারা করে লিখলে লোকেরা সহজেই এটা বুঝতে পারে এবং আর্টিকেল পড়ার জন্য আরও আগ্রহী হয়।
৪) সঠিক শব্দ ব্যবহার করা । আর্টিকেল লেখার সময় আপনাকে সঠিক ভাবে শব্দ ব্যবহার করতে হবে । সঠিক ও নির্ভুল শব্দ ব্যবহার না করলে ইউজার রা পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই লেখার সময় আপনাকে নির্ভুল বানানের দিকে লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই সঠিক শব্দ ব্যবহার করতে হবে। আর্টিকেল লেখার সময় মনে রাখতে হবে যে, ৫০০ শব্দ থেকে শুরু করে ১৫০০ শব্দ লেখা জরুরি।
আপনি চাইলে ১৫০০ শব্দের ও বেশি শব্দ লিখতে পারবেন কিন্তু খেয়াল রাখতে হবে যে সর্বনিম্ন ৫০০ শব্দ লিখতে হবে। আপনি যত বেশি তথ্যবহুল কনটেন্ট লিখতে পারবেন। আপনার আর্টিকেলের মান তত বেশি ভালো হবে।
৫) ছবি ব্যবহার করা । আর্টিকেল লেখার সময় অবশ্যই আপনাকে ছবি ব্যবহার করতে হবে। যে বিষটি লেখার মাধ্যমে বোঝানো সম্ভব নয় সেই বিষয়টি সহজেই ছবির মাধ্যমে বোঝানো সম্ভব। এছাড়া একটি ভালো আর্টিকেল কখনো ছবি ছাড়া মানানসই হয় না। তাই আর্টিকেল কে আরও মানসম্মত করতে আর্টিকেল এর টপিক অনুসারে ছবি ব্যবহার করতে হবে।
আর্টিকেল লিখে আয় করার মাধ্যম গুলো কি?
আর্টিকেল বা ওয়েব কনটেন্ট লিখে প্রতি মাসে সর্বনিম্ন ১০০ থেকে ৫০০ ডলার আয় করা সম্ভব। আমার দেখা অনেকেই আছেন যারা এর চেয়ে কয়েকগুন বেশি তাকা আয় করছেন শুধুমাত্র কনটেন্ট লিখে। তবে আয় নির্ভর করবে আপনার লেখার অভিজ্ঞতার উপর।
আপনার রাইটিং স্কিল ( Writing Skill ) যত ভালো হবে আপনার আয় ততো ভালো হবে। আপনি চাইলে কনটেন্ট রাইটিং বা আর্টিকেল রাইটিং কে বিজনেস হিসেবে নিতে পারবেন। আপনি বিভিন্ন ভাবে আর্টিকেল লিখে আয় করতে পারবেন।
যেমন,
- অন্যের ওয়েবসাইটের জন্য কনটেন্ট লিখে আয় করতে পারবেন।
- নিজের ওয়েবসাইটে কনটেন্ট লিখে Ads এর মাধ্যমে আয় করতে পারবেন।
- বিভিন্ন মার্কেটেপ্লেসে কনটেন্ট রাইটিং সেবা দিয়ে আয় করতে পারবেন।
- বিভিন্ন কোম্পানির হয়ে রাইটিং জব করে আয় করতে পারবেন।