রেওয়ামিল Rewamil হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পওি ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক,সম্পওিবাচক এবং নামিক হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। জাবেদা এবং খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপবদ্ধ হয়ছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।
যে যে লেনদেনসমুহ রেওয়ামিলে ডেবিট দিকে আসে
১. সকল সম্পদঃ
হাতে নগদ, ব্যাংকে জমা, বিবিধ দেনাদার, মজুদ পণ্য, প্রাপ্য বিল, বিনিয়োগ, আসবাবপত্র, সরঞ্জাম, কলকব্জা, যন্ত্রপাতি, ভুমি ও দালান কোঠা, সুনাম, উজারা সম্পত্তি, প্যাটেন্ট গ্রন্থস্বত্ব , যানবাহন, মজুদ পণ্য, ঋণ প্রদান ইত্যাদি।
২. সকল প্রকার খরচঃ
ক্রয়, মজুরি, ক্রয় পরিবহণ, শুল্ক, জাহাজ ভাড়া, বেতন , ভাড়া, মনিহারী, বহির্মুখী বহন খরচ, বিজ্ঞাপন, ভ্রমন খরচ, শিক্ষানবিস ভাতা, ডাক ও তার খরচ ইত্যাদি।
৩. সকল প্রকার ক্ষতিঃ
বিবিধ ক্ষতি, চুরি এবং অপহরণ জনিত ক্ষতি, অবচয়, অবলোপন, অনাদায়ী পাওনা, বাট্টা, প্রদেয় বাট্টা সঞ্চিতি, আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি।
৪. দায়ের সুদ সমুহঃ
মুলধলের সুদ, ঋণপত্রের সুদ, ঋণের সুদ, ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ।
৫. অগ্রিম ব্যয়সমুহঃ
অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম বীমা, অগ্রিম মজুবি, অগ্রিম আয়কর, অর্থাৎ যেকোন খরচের অগ্রিম।
৬. বকেয়া আয় সমুহঃ
বকেয়া ভাড়া, অর্জিত কমিশন, বিনিয়োগের বকেয়া সুদ, ব্যাংক আমানতের বকেয়া সুদ।
৭. আয় হ্রাস সমুহঃ
আন্ত:ফেরত/বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বা কারবারী বাট্টা ডেবিট।
৮. দায় ও মালিকানা স্বত্ব হ্রাসঃ
উত্তোলন, জীবন বীমার প্রিমিয়াম, আয়কর, প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি।
যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, সেগুলো নিম্নরূপ ঃ
(ক) সাধারণত সমাপনি মজুদ পণ্য/কালান্তিক মজুদ পণ্য/ অবিক্রীত পণ্যের বা দ্রব্যের ব্যয়
রেওয়ামিলে আসে না
(খ) সকল প্রকার প্রারম্ভিক হিসাব রেওয়ামিলে আসে না, তবে প্রারম্ভিক মনিহারি বা সম্ভার বা
সাপ্লাইজ ও প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে আসে
(গ) সম্ভাব্য দায় বা নিস্পত্তহীন দায়/ সম্ভাব্য সম্পদ বা নিস্পত্তহীন সম্পদ রেওয়ামিলে আসে না
(ঘ) অব্যবহৃত কোন দ্রব্য রেওয়ামিলে আসে না ।
যে দফা গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সেগুলো নিম্নরূপ ঃ
· সম্পদ + ব্যয়-ডেবিট
· আয় + দায় + মালিকানাসত্ত্ব-ক্রেডিট
· সম্পদের সুদ আয়– ক্রেডিট
· দায় ও মালিকানাসত্তের সুদ ব্যয়-ডেবিট
· ব্যয় যদি অগ্রিম থাকে (চলতি সম্পদ)-ডেবিট
· আয় যদি অগ্রিম বা অনুপার্জিত থাকে (চলতি দায়)-ক্রেডিট
· ব্যয় যদি বকেয়া থাকে (চলতি দায়)-ক্রেডিট
· আয় যদি বকেয়া থাকে (চলতি সম্পদ)-ডেবিট
· প্রাপ্য যার সাথেই থাকুক (চলতি সম্পদ)-ডেবিট
· প্রদেয় যার সাথেই থাকুক (চলতি দায়)-ক্রেডিট
· প্রদত্ত যার সাথেই থাকুক (ব্যয়)- ডেবিট, তবে প্রদত্ত ঋণ (স্থায়ী সম্পদ)-ডেবিট
· প্রাপ্ত বা প্রাপ্তি যার সাথেই থাকুক (আয়)- ক্রেডিট
· দেনাদার/প্রাপ্য/পুস্তক ঋণ/পাওনা/বিক্রয় খতিয়ানের জের/বুক ডেবটস্/অধমর্ণ (চলতি সম্পদ)-ডেবিট
· পাওনাদার/দেনা/প্রদেয়/ক্রয় খতিয়ানের জের/উত্তমর্ণ/ব্যবসায়িক ঋণ (চলতি দায়)-ক্রেডিট
· ঋণ/বন্ধকি ঋণ/ঋণপত্র/আগাম/ঋণগ্রহণ/ডিবেঞ্চার (দীর্ঘমেয়াদি দায়)- ক্রেডিট
· ব্যাংক জমার ক্রেডিট উদ্ধৃত/ব্যাংক ওভার ড্রাফট/ব্যাংক ও ডি/ব্যাংক জমাতিরিক্তি (চলতি দায়)-ক্রেডিট
· ব্যাংক/ব্যাংক জমা/ব্যাংক জমার ডেবিট উদ্ধৃত/ব্যাংক ব্যালেন্স/ব্যাংক তহবিল (চলতি সম্পদ)- ডেবিট
· বিনিয়োগ/লগ্নি/সঞ্চয়পত্র/প্রাইজবন্ড/সেভিং সার্টিফিকেট/সরকারি সিকিউরিটি/স্থায়ী আমানত (দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা সম্পদ)-ডেবিট
· বিলম্বিত বিজ্ঞাপন (ভুয়া বা অলীক সম্পদ বা অসমন্বিত ব্যয়)-ডেবিট
· সকল প্রকার কর/পরিবহন/শুল্ক (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে আয়কর দ্বারা মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায় এটিকেও ডেবিট করা হয়
· বাট্টা/বরাদ্দকৃত বাট্টা/প্রদত্ত বাট্টা/ মঞ্জুরীকৃত বাট্টা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· উত্তোলন/জীবনবীমা প্রিমিয়াম/পণ্য উত্তোলন/আয়কর (মালিকানাসত্ত্ব হ্রাস পায় বিধায়)-ডেবিট
· প্রারম্ভিক মজুদ পণ্য বা ইনভেন্টরি/সমন্বিত ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· ট্রেডমার্ক/প্যাটেন্ট/গ্রন্থস্বত্ব/সুনাম/কপিরাইট (অস্পর্শনীয় বা অদৃশ্যমান স্থায়ী সম্পদ)- ডেবিট
· শুধু কমিশন বা দস্তুরী /বাট্টা/সুদ (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· কূঋণ/অনাদায়ি পাওনা/অনাদায়ি দেনা/মন্দ কূঋণ/সন্দেহজনক পাওনা বা দেনা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· সকল প্রকার সঞ্চিতি-ক্রেডিট, তবে পাওনা বা পাওনাদার বাট্টা সঞ্চিতি-ডেবিট
· সকল প্রকার তহবিল-ক্রেডিট, তবে নগদ তহবিল (চলতি সম্পদ)- ডেবিট
· অবচয়/অবলোপন (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, তবে অবচয় সঞ্চিতি বা পুঞ্জিভূত অবচয় (সম্পত্তির বিপরীত)- ক্রেডিট
· ক্রয় (প্রত্যক্ষ বা মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট, বিক্রয় (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট
· ক্রয় ফেরত/বহিঃফেরত/বহির্মুখি ফেরত (ব্যয় হ্রাস)-ক্রেডিট
· বিক্রয় ফেরত/আন্তঃফেরত/অন্তঃর্মুখি ফেরত (আয় হ্রাস)-ডেবিট
· রয়েলিটি/রাজসেলামি/ভ্যাট/মুল্য সংযোজন কর (চলতি সম্পদ)-ডেবিট
· বিমা/বিমা সেলামি/বিমা প্রিমিয়াম (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট
· নিষ্কর সম্পত্তি/দায় মুক্ত সম্পত্তি/প্রিমিকেস নিষ্কর (স্থায়ী সম্পদ)-ডেবিট
· শিক্ষানবিস ভাতা (মুনাফা জাতীয় ব্যয়)-ডেবিট ও শিক্ষানবিস সেলামি (মুনাফা জাতীয় আয়)-ক্রেডিট
সূত্র ঃ
(১) ক্রয় = সমন্বিত ক্রয় + সমাপনি মজুদ পণ্য – প্রারম্ভিক মজুদ পণ্য
(২) সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় – সমাপনি মজুদ পণ্য
(৩) বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ
(৪) বিক্রীত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ পণ্য + নীট ক্রয় + প্রত্যক্ষ খরচ – সমাপনি মজুদ পণ্য