রেওয়ামিল Rewamil হচ্ছে এমন একটি তালিকা যেখানে আয়,ব্যয়,সম্পওি ও দায় জাতীয় হিসাবগুলোর জেরগুলোকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয়। সকল ব্যক্তিবাচক,সম্পওিবাচক এবং নামিক হিসাব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়। জাবেদা এবং খতিয়ানের লেনদেনগুলো সঠিকভাবে লিপবদ্ধ হয়ছে কিনা তা রেওয়ামিলের মাধ্যমে জানা যায়।
হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা Basic Concept in Accounting, হিসাববিজ্ঞানের উৎপত্তি ও লুকা প্যাসিওলির অবদান। আমার এই আলোচনাটা একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের হিসাববিজ্ঞান সম্পর্কে মৌলিক ধারনা দেওয়ার উদ্দেশ্য। আগামী ১লা জুলাই থেকে আপনাদের কলেজ জীবন শুরু হবে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য অগ্রিম অভিনন্দন রইল।
আশা করি নবম-দশম কিংবা হিসাববিজ্ঞানের যেকোন শিক্ষার্থীদের জন্যও এই আলোচনাটা অনেক কার্যকরী হবে।
১. হিসাববিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোন বিবরণীটি সঠিক নয়?
ক) ব্যবস্থাপকগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী
খ) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী
গ) বর্তমান পাওনাদারগণ বহি:স্থ ব্যবহারকারী
ঘ) কর্মকর্তা ও কর্মচারী বহি:স্থ ব্যবহারকারী
সঠিক উত্তর: (খ)
২. কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য?
ক) অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ) অর্থ আত্মসাৎ প্রতিরোধ
গ) জনহিতকর ব্যয় সংকোচন
ঘ) ব্যয় নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (গ)
৩. মূল্যবোধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৪. প্রতিষ্ঠানের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করে-
i. বিনিয়োগকারী
ii. পাওনাদার
iii. ক্রেতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫. পণ্য তৈরিতে কোন ধরনের কাঁচামাল ব্যবহার করা হয়?
ক) মানসম্মত
খ) বিধিসম্মত
গ) স্বাস্থ্যসম্মত
ঘ) মানসম্মত ও স্বাস্থ্যসম্মত
সঠিক উত্তর: (গ)
৬. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক) হিসাব ব্যবস্থা
খ) তথ্য ব্যবস্থা
গ) নিরীক্ষা ব্যবস্থা
ঘ) বিবরণী ব্যবস্থা
সঠিক উত্তর: (গ)
৭. আদিযুগে উৎপাদিত পণ্যের হিসাব কীভাবে রাখা হতো?
i. ঘরে দাগ কেটে ও রশিতে গিট দিয়ে
ii. মাটির দেয়ালে রং দিয়ে ও রশিতে গিট দিয়ে
iii. ঘরের দেয়ালে দাগ কেটে ও কাঠের লাঠিতে সংকেত দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও iii
সঠিক উত্তর: (ক)
৮. প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা ও প্রাক্কলিত মুনাফার সংগতি রক্ষার জন্যে কার নিকট জবাবদিহি করতে হবে?
ক) সরকারের নিকট
খ) মালিক ও বিনিয়োগকারীর নিকট
গ) ঋণগ্রহিতার নিকট
ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট
সঠিক উত্তর: (খ)
৯. সরকার রাজস্ব ব্যয় করে-
i. উন্নয়নমূলক খাতে
ii. জনসেবামূলক খাতে
iii. বেসরকারি খাতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i
সঠিক উত্তর: (ক)
১০. আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি-
ক) উদ্দেশ্য
খ) ভূমিকা
গ) সুবিধা
ঘ) প্রয়োজনীয়তা
সঠিক উত্তর: (ঘ)
১১. আর্থিক দুর্নীতি ও জালিয়াতি রোধ সম্ভব হয়-
i. হিসাববিজ্ঞানের রীতি নীতি অনুসরণ দ্বারা
ii. মিতব্যয়িতা অর্জনের দ্বারা
iii. হিসাববিজ্ঞানের কলাকৌশল দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)
১২.
কোনটি দ্বারা প্রতিষ্ঠিানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশিত হয়?
Ο ক)
হিসাববিজ্ঞান
Ο খ)
হিসাবরক্ষণ
Ο গ)
হিসাব
Ο ঘ)
লেনদেন
সঠিক উত্তর: (খ)
১৩.
একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী-
i. মালিক
ii. ব্যবস্থাপক
iii. ঋণ প্রদানকারী ব্যাংক
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
i ও ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
১৪.
কোনো প্রতিষ্ঠানে হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র কে তৈরি করেন?
Ο ক)
ব্যবস্থাপক
Ο খ)
ক্যাশিয়ার
Ο গ)
হিসাবরক্ষক
Ο ঘ)
মালিক
সঠিক উত্তর: (গ)
১৫.
সঠিক সময়ে ঋণ পরিশোধের হিসাববিজ্ঞানের ক্ষেত্রে একজন ব্যক্তির-
i. জবাবদিহিতা
ii. মূল্যবোধ
iii. প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও ii
সঠিক উত্তর: (খ)
১৬.
সঠিক হিসাবরক্ষণ দ্বারা কোন ধরনের মানসিকতা সৃষ্টি হয়?
Ο ক)
ব্যয় বুঝে আয় করা
Ο খ)
আয় বুঝে ব্যয় করা
Ο গ)
ইচ্ছেমত ব্যয় করা
Ο ঘ)
অর্থ জালিয়াতি করা
সঠিক উত্তর: (খ)
১৭.
প্রতিষ্ঠানের মালিকপক্ষের কোনটি থাকা প্রয়োজন?
Ο ক)
অর্থণীতির উপর দায়িত্ববোধ
Ο খ)
সমাজের প্রতি দায়িত্ববোধ
Ο গ)
প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ববোধ
Ο ঘ)
সরকারি নীতির প্রতি দায়িত্ববোধ
সঠিক উত্তর: (খ)
১৮.
প্রতিষ্ঠানের মূল্য সংয়োজন কর ও আবগারি শুল্ক ধার্যের ভিত্তি কোনটি?
Ο ক)
মূলধন
Ο খ)
সঞ্চয়
Ο গ)
ব্যয়
Ο ঘ)
আয়
সঠিক উত্তর: (গ)
১৯.
হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে-
Ο ক)
ফলাফল নির্ণয়
Ο খ)
লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ
Ο গ)
আর্থিক অবস্থা নিরূপণ
Ο ঘ)
অর্থনৈতিক তথ্য পরিবেশন
সঠিক উত্তর: (খ)
২০.
শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর কার নিকট পরিশোধ করতে হয়?
Ο ক)
ব্যাংকের নিকট
Ο খ)
সরকারের নিকট
Ο গ)
প্রতিষ্ঠানের নিকট
Ο ঘ)
পরিচালকের নিকট
সঠিক উত্তর: (খ)
২১.
কারবারি লেনদেনসমূহ হিসাবের খাতায় লিপিবদ্ধ করার কোন বিষয়টি হিসাববিজ্ঞান আলোচনা করে?
Ο ক)
কলাকৌশল
Ο খ)
নিয়মনীতি
Ο গ)
কলাকৌশল ও নিয়মনীতি
Ο ঘ)
কোনটিই নয়
সঠিক উত্তর: (গ)
২২.
হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হল-
i. সংঘটিত লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
২৩.
হিসাববিজ্ঞানকে অবহিত করা হয়-
i. তথ্য ব্যবস্থা নামে
ii. তথ্য ভান্ডার নামে
iii. আর্থিক অবস্থার পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৪.
আর্থিক তথ্যাবলী প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে?
Ο ক)
পণ্য নির্বাচনে
Ο খ)
জালিয়াতি রোধে
Ο গ)
লেনদেন লিপিবদ্ধকরণে
Ο ঘ)
সিদ্ধান্ত গ্রহণে
সঠিক উত্তর: (ঘ)
২৫.
আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি-
i. ইংল্যান্ডে
ii. ইতালিতে
iii. আমেরিকায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও ii
সঠিক উত্তর: (খ)
২৬.
প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট পক্ষকে জানাতে সাহায্য করে কোনটি?
Ο ক)
হিসাববিজ্ঞান
Ο খ)
হিসাববিজ্ঞান নীতি
Ο গ)
প্রতিবেদন ও বিবরণী
Ο ঘ)
বিশদ আয় বিবরণী
সঠিক উত্তর: (গ)
২৭.
দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?
Ο ক)
১৪৪১ খ্রিষ্টাব্দ
Ο খ)
১৩৯৪ খ্রিষ্টাব্দ
Ο গ)
১৪৯৪ খ্রিষ্টাব্দ
Ο ঘ)
১৪৪৯ খ্রিষ্টাব্দ
সঠিক উত্তর: (গ)
২৮.
সঠিক হিসাবরক্ষণের মাধ্যমে জানা যায়-
i. কারবারের লাভ-ক্ষতি
ii. কারবারের সর্বাঙ্গীন আর্থিক অবস্থা
iii. মোট দায় ও মোট সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২৯.
লুকা প্যাসিওলি কর্তৃক লিখিত গ্রন্থের নাম কী?
Ο ক)
একাউন্টিং ইন দি এনসেন্ট ইতালিয়া
Ο খ)
দি মডার্ন কনসেপ্ট অন একাউন্টিং
Ο গ)
সুম্ম ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা
Ο ঘ)
একাউন্টিং ইন দি পাস্ট
সঠিক উত্তর: (গ)
৩০.
লুকা প্যাসিওলি কোন দেশের ধর্মযাজক ও দার্শনিক?
Ο ক)
ফ্রান্সের
Ο খ)
আমেরিকার
Ο গ)
জাপানের
Ο ঘ)
ইতালির
সঠিক উত্তর: (ঘ)
৩১.
একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে-
i. পণ্য তৈরিতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে
ii. পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে
iii. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)
৩২.
কী নিয়ন্ত্রণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব?
Ο ক)
মূলধন
Ο খ)
সঞ্চয়
Ο গ)
ব্যয়
Ο ঘ)
আয়
সঠিক উত্তর: (গ)
৩৩.
হিসাববিজ্ঞান হচ্ছে-
i. একটি বিজ্ঞান
ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল
iii. ব্যবসায়ের ভাষা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৪.
হিসাব সচেতনতার ফলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ববোধ সৃষ্টি হয়?
Ο ক)
ঋণ খেলাপি হওয়ার সম্ভবনা হ্রাস করে
Ο খ)
দেশপ্রেম বৃদ্ধি করে
Ο গ)
কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে
Ο ঘ)
উপরের সবগুলো
সঠিক উত্তর: (গ)
৩৫.
বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী?
Ο ক)
একতরফা দাখিলা পদ্ধতি
Ο খ)
দুতরফা দাখিলা পদ্ধতি
Ο গ)
তিন তরফা দাখিলা পদ্ধতি
Ο ঘ)
হিসাব রাখার দক্ষতা
সঠিক উত্তর: (খ)
৩৬.
সরকারের আর্থিক তথ্যের প্রয়োজন হয়-
i. কর নির্ধারণের জন্য
ii. বাজেট প্রস্তুত করার জন্য
iii. আর্থিক পরিকল্পনা প্রণয়ণের জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৭.
হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
Ο ক)
আর্থিক অবস্থা নিরূপণ
Ο খ)
আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাব বইতে লিপিবদ্ধ করা
Ο গ)
আর্থিক ফলাফল নির্ণয়
Ο ঘ)
অর্থনৈতিক তথ্য পরিবেশন
সঠিক উত্তর: (খ)
৩৮.
হিসাববিজ্ঞানের কলাকৌশল যথেষ্ট উন্নতি করেছে-
i. বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে
ii. মানুষ ব্যবসায়কে পেশা হিসেবে নিয়েছে
iii. ব্যবসায়-বাণিজ্যের উন্নতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও iii
সঠিক উত্তর: (ঘ)
৩৯.
কোনটির কারণে প্রতিষ্ঠান যন্ত্রপাতির শব্দ কমানো ও আবর্জনা সঠিক স্থানে ফেলতে অর্থ খরচ করে?
Ο ক)
মুনাফা বৃদ্ধি
Ο খ)
সমাজ ও পরিবেশ রক্ষা
Ο গ)
উৎপাদন বৃদ্ধি
Ο ঘ)
ব্যয়হ্রাস
সঠিক উত্তর: (খ)
৪০.
হিসাব মানুষের জীবনকে –
Ο ক)
অসৎপথে উপার্জন করতে শেখায়
Ο খ)
সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গড়তে শেখায়
Ο গ)
বেহিসাবী হতে শেখায়
Ο ঘ)
উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে শেখায়
সঠিক উত্তর: (খ)
৪১.
হিসাবরক্ষণ ব্যবস্থায় নিয়োজিত ব্যক্তিবর্গকে জবাবদিহি করতে হয়-
i. মালিকপক্ষের নিকট
ii. ঋণদাতার নিকট
iii. বিনিয়োগকারীর নিকট
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪২.
কেন দু’তরফা দাখিলা পদ্ধতি বিকশিত হয়?
Ο ক)
প্রতিষ্ঠানের তথ্য সুনির্দিষ্টরূপে সংরক্ষণের জন্য
Ο খ)
দেনা-পাওনার সঠিক হিসাব রক্ষণের জন্য
Ο গ)
হিসাব সংরক্ষণে সুনির্দিষ্ট নীতির অভাবের জন্য
Ο ঘ)
আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য
সঠিক উত্তর: (গ)
৪৩.
কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আর্থিক কার্যাবলী হিসেবে চিহ্নিত হবে?
Ο ক)
লেনদেন বিশ্লেষণ
Ο খ)
দায়-দেনা পরিশোধ
Ο গ)
আয়-বিবরণী প্রস্তুত
Ο ঘ)
আর্থিক বিবরণী প্রস্তুত
সঠিক উত্তর: (খ)
৪৪.
হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হল-
i. ঋণ প্রদানকারী
ii. বিনিয়োগকারী
iii. ভোক্তা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৫.
হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়-
i. অব্যবসায়ী প্রতিষ্ঠানে
ii. মুনাফাভোগী প্রতিষ্ঠানে
iii. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৬.
আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে কোন বিষয়টি প্রয়োজন?
Ο ক)
অর্থায়ন
Ο খ)
ব্যাংকিং
Ο গ)
হিসাববিজ্ঞান
Ο ঘ)
ব্যবস্থাপনা
সঠিক উত্তর: (গ)
৪৭.
হিসাবরক্ষণের মূলনীতি হলো-
i. লেনদেন চিহ্নিতকরণ
ii. দু’তরফা দাখিলা
iii. Double Entry system
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
৪৮.
কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
Ο ক)
স্কুল/কলেজ
Ο খ)
মাদ্রাসা/মসজিদ
Ο গ)
ক্লাব/সমিতি
Ο ঘ)
উপরের সবকটি
সঠিক উত্তর: (ঘ)
৪৯.
আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাববিজ্ঞানের একটি-
Ο ক)
অন্যতম প্রধান উদ্দেশ্য
Ο খ)
মহৎ উদ্দেশ্য
Ο গ)
বিশেষ উদ্দেশ্য
Ο ঘ)
অন্যতম উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
৫০.
জবাবদিহিতা সৃষ্টিতে কোনটির ভূমিকা বেশি?
Ο ক)
হিসাবরক্ষণের
Ο খ)
হিসাববিজ্ঞানের
Ο গ)
বুককিপিং এর
Ο ঘ)
হিসাবশাস্ত্রের
সঠিক উত্তর: (খ)
৫১.
হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি?
Ο ক)
লেনদেনের সুষ্ঠ লিপিবদ্ধকরণ
Ο খ)
ব্যয় নিয়ন্ত্রণ
Ο গ)
আর্থিক অবস্থা নিরূপণ
Ο ঘ)
অর্থনৈতিক তথ্য পরিবেশন
সঠিক উত্তর: (গ)
৫২.
নিচের কোন উক্তিটি সঠিক?
Ο ক)
হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্র বা আওতা খুবই সীমিত
Ο খ)
হিসাববিজ্ঞানের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের চেয়েও পুরানো
Ο গ)
হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হল আয়কর নিরুপণ
Ο ঘ)
হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয়
সঠিক উত্তর: (ঘ)
৫৩.
নিচের কোনটি আলভজনক প্রতিষ্ঠান?
Ο ক)
অভিনেতা
Ο খ)
উকিল
Ο গ)
ডাক্তার
Ο ঘ)
ক্লাব
সঠিক উত্তর: (ঘ)
৫৪.
প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করে-
i. আর্থিক কার্যাবলির ফলাফল জানতে
ii. লাভের পরিমাণ বৃদ্ধি করতে
iii. আর্থিক বিবরণীর তথ্য জানতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)
৫৫.
আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণের দ্বারা কোনটি বৃদ্ধি সম্ভব?
Ο ক)
হিসাবের গ্রহণযোগ্যতা
Ο খ)
হিসাবের উপযোগিতা
Ο গ)
হিসাবের স্বচ্ছতা
Ο ঘ)
হিসাবের সামঞ্জস্যতা
সঠিক উত্তর: (গ)
৫৬.
হিসাবরক্ষণের মূল কারণ হল-
Ο ক)
ব্যবসায়ের আয়ের লিখিত হিসাব রাখা
Ο খ)
ব্যবসায়ের খরচের হিসাব রাখা
Ο গ)
ব্যবাসায়ের আর্থিক অবস্থা নিরুপণ করা
Ο ঘ)
ব্যবসায়ের সম্পদ ও দায়ের লিখিত হিসাব রাখা
সঠিক উত্তর: (গ)
৫৭.
সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে-
i. ভ্যাট
ii. কাস্টমস ডিউটি
iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৮.
আধুনিক বিশ্বের হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হল-
i. সকল তথ্যের লিপিবদ্ধকরণ
ii. বছর শেষে আর্থিক ও অনার্থিক বিবরণী প্রস্তুতকরণ
iii. সংশ্লিষ্ট পক্ষসমূহকে প্রয়োজনীয় তথ্য সরবরাহকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
i ও ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ঘ)
৫৯.
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য-
i. ফলাফল নির্ণয়
ii. আর্থিক অবস্থা নিরূপণ
iii. লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬০.
ব্যবসায়ের শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাগণ তাদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
Ο ক)
সংরক্ষিত হিসাব
Ο খ)
তহবিল বিবরণী
Ο গ)
বিশেষ হিসাব
Ο ঘ)
আর্থিক বিবরণী
সঠিক উত্তর: (ঘ)
৬১.
গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ব্যবসায়ের কোন ধরনের দায়বদ্ধতা?
Ο ক)
সামাজিক
Ο খ)
নৈতিক
Ο গ)
মানসিক
Ο ঘ)
আদর্শিক
সঠিক উত্তর: (ক)
৬২.
কীভাবে জবাবদিহীমূলক প্রক্রিয়া ও স্বচ্ছ দায়িত্ববোধ গড়ে তোলা যায়?
Ο ক)
আর্থিক লেনদেনগুলো যথার্থভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে
Ο খ)
আর্থিক সচ্ছলতা দ্বারা
Ο গ)
ধর্মীয় অনুশাসন দ্বারা
Ο ঘ)
সঞ্চয় প্রবণতা সৃষ্টির মাধ্যমে
সঠিক উত্তর: (ক)
৬৩.
প্রতিষ্ঠানের সঠিক ও নির্ভুল ফলাফল প্রকাশ, সর্বাঙ্গীণ আর্থিক অবস্থা নিরূপণ, তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ, সম্পদ ও দেনার সঠিক মূল্য নিরূপণ সবই সম্ভব হয়-
i. হিসাবের বিশ্লেষণ দ্বারা
ii. সুষ্ঠ হিসাব দ্বারা
iii. প্রকাশিত তথ্য দ্বারা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও iii
সঠিক উত্তর: (খ)
৬৪.
ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি?
Ο ক)
ধর্মীয় অনুশাসন
Ο খ)
ঋণ পরিশোধ
Ο গ)
নৈতিক চরিত্র গঠন
Ο ঘ)
ব্যয় নিয়ন্ত্রণ
সঠিক উত্তর: (ঘ)
৬৫.
হিসাববিজ্ঞান সম্পর্কে কোন উক্তিটি প্রযোজ্য?
Ο ক)
হিসাববিজ্ঞানের কার্যক্ষেত্রে বা আওতা খুবই সীমিত
Ο খ)
হিসাববিজ্ঞানের ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের চেয়েও পুরোনো
Ο গ)
হিসাববিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হলো আয়কর নিরূপণ
Ο ঘ)
হিসাববিজ্ঞানকে ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয়
সঠিক উত্তর: (ঘ)
৬৬.
লুকা প্যাসিওলি ছিলেন-
i. চিকিৎসক
ii. বৈজ্ঞানিক
iii. দার্শনিক ও ধর্মযাজক
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও iii
সঠিক উত্তর: (গ)
৬৭.
ব্যয় নিয়ন্ত্রণ করে কী অর্জন করা যায়?
Ο ক)
আর্থিক সচ্ছলতা
Ο খ)
মোট লাভ
Ο গ)
নিট লাভ
Ο ঘ)
জ্ঞান অর্জন করা যায়
সঠিক উত্তর: (ক)
৬৮.
হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা?
Ο ক)
মালিক
Ο খ)
পাওনাদার
Ο গ)
ক্যাশিয়ার
Ο ঘ)
ব্যবস্থাপক
সঠিক উত্তর: (খ)
৬৯.
সমাজের প্রতিটি ক্ষেত্রে কোন ধরনের ঘটনা পরিলক্ষিত হয়?
Ο ক)
সম্পত্তি সংক্রান্ত
Ο খ)
কাল্পনিক
Ο গ)
অর্থ সম্পর্কিত
Ο ঘ)
ব্যয় সম্পর্কিত
সঠিক উত্তর: (গ)
৭০.
কোনো প্রতিষ্ঠানের হিসাব রাখার উদ্দেশ্য কী?
i. লাভ নির্ণয়
ii. ধারে বিক্রয় কাজ সমাধা করা
iii. আর্থিক অবস্থান নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ঘ)
৭১.
হিসাবরক্ষণের সুনির্দিষ্ট নীতির প্রয়োজনীয়তা অনুভব করেন কে?
Ο ক)
এ. ডব্লিউ জনসন
Ο খ)
এফ. ডব্লিউ পিক্সলি
Ο গ)
এম. সি. শুক্লা
Ο ঘ)
লুকা প্যাসিওলি
সঠিক উত্তর: (ঘ)
৭২.
নিজের কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতাই সৃষ্টি করে –
Ο ক)
জবাবদিহিতা
Ο খ)
মূল্যবোধ
Ο গ)
মিতব্যয়িতা
Ο ঘ)
মহানুভবতা
সঠিক উত্তর: (ক)
৭৩.
কোন কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক অর্থ ব্যয় করে থাকে?
Ο ক)
আন্তর্জাতিক কোম্পানি
Ο খ)
উৎপাদনকারী কোম্পানি
Ο গ)
সামাজিক কোম্পানি
Ο ঘ)
তেল কোম্পানি
সঠিক উত্তর: (ঘ)
৭৪.
শিল্প-কারখানা খেকে নির্গত ধোয়া প্রতিরোধে সরকারের নিয়ম-নীতি অনুসরণ করে কে কাজ করবে?
Ο ক)
ব্যবসায়ের মালিক
Ο খ)
ব্যবসায়ের হিসাবরক্ষক
Ο গ)
সরকারের বিশেষ বাহিনী
Ο ঘ)
ক ও খ
সঠিক উত্তর: (ঘ)
৭৫.
ঋণ খেলাপী হবার সম্ভাবনা হ্রাস পায় কখন?
Ο ক)
দায়িত্ববোধ বিকশিত হলে
Ο খ)
ঋণ পরিশোধে সচেতনতা সৃষ্টি হলে
Ο গ)
সমাজের প্রতি দায়িত্ববোধ বাড়লে
Ο ঘ)
সুষ্ঠভাবে হিসাব রাখলে
সঠিক উত্তর: (খ)
৭৬.
বড় বড় তেল কোম্পানিগুলো পরিবেশ বান্ধব কোন কাজটি করার জন্য প্রচুর অর্থ ব্যয় করে ?
Ο ক)
বায়ু দূষণ রোধ
Ο খ)
পানি দূষণ রোধ
Ο গ)
শব্দ দূষণ রোধ
Ο ঘ)
উপরের সবগুলো
সঠিক উত্তর: (ক)
৭৭.
আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি-
Ο ক)
ইংল্যান্ডে
Ο খ)
ভারতবর্ষে
Ο গ)
ইতালিতে
Ο ঘ)
আমেরিকায়
সঠিক উত্তর: (গ)
৭৮.
যথাযথ হিসাব রাখলে-
i. খরচ করার প্রবণতা হ্রাস পায়
ii. সঞ্চয় করার প্রবণতা বৃদ্ধি পায়
iii. সকল প্রকার কলহ দূর হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
৭৯.
যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায়ের-
Ο ক)
লাভ-ক্ষতি নির্ণয় সম্ভব
Ο খ)
সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা সম্ভব
Ο গ)
সম্পদ বৃদ্ধি করা সম্ভব
Ο ঘ)
ব্যয় কমানো সম্ভব
সঠিক উত্তর: (ক)
৮০.
অর্থনৈতিক কার্যাবলির ফলাফল নির্ণয় করা হিসাববিজ্ঞানের-
Ο ক)
অন্যতম প্রধান উদ্দেশ্য
Ο খ)
সর্বপ্রথম উদ্দেশ্য
Ο গ)
প্রধান উদ্দেশ্য
Ο ঘ)
বিশেষ উদ্দেশ্য
সঠিক উত্তর: (ক)
৮১.
সমাজ বিস্তার লাভের কারণে কোন প্রথা চালু হয়?
Ο ক)
হিসাবরক্ষণ প্রথা
Ο খ)
বিনিময় প্রথা
Ο গ)
মুদ্রা প্রথা
Ο ঘ)
উৎপাদন প্রথা
সঠিক উত্তর: (খ)
৮২.
মানুষ ভালো-মন্দ বিচার করে কীসের সাহায্যে?
Ο ক)
ধারণার
Ο খ)
ব্যবহারের
Ο গ)
মূল্যবোধের
Ο ঘ)
পর্যবেক্ষণের
সঠিক উত্তর: (গ)
৮৩.
কোথাও বিনিয়োগ করার পূর্বে তা লাভ না ক্ষতি হবে তা বিশ্লেষণ করা হয় কিসের মাধ্যমে?
Ο ক)
প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যায়
Ο খ)
হিসাব বিশ্লেষণের মাধ্যমে
Ο গ)
ধারে ক্রয়বিক্রয়ের মাধ্যমে
Ο ঘ)
ব্যবসায় প্রতিষ্ঠানের সুনামে
সঠিক উত্তর: (খ)
৮৪.
ব্যবসায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে কোন ধরনের ব্যবহারকারী হিসাব তথ্য ব্যবহার করে?
Ο ক)
বাহ্যিক ব্যবহারকারী
Ο খ)
সরকার
Ο গ)
মালিক ও ব্যবস্থাপক
Ο ঘ)
কর্মকর্তা
সঠিক উত্তর: (গ)
৮৫.
জবাবদিহি প্রক্রিয়ায় হিসাববিজ্ঞানের ভূমিকা কয়টি?
Ο ক)
দুইটি
Ο খ)
তিনটি
Ο গ)
চারটি
Ο ঘ)
পাঁচটি
সঠিক উত্তর: (খ)
৮৬.
ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করার কারণ কোনটি?
Ο ক)
মুদ্রার প্রচলন
Ο খ)
বিশ্বায়নের যুগ
Ο গ)
বিনিময় প্রথার বিলোপ সাধন
Ο ঘ)
হিসাববিজ্ঞানের ব্যবহার
সঠিক উত্তর: (ক)
৮৭.
“সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা”। গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
Ο ক)
এ্যাডাম স্মিথ
Ο খ)
লুকা প্যাসিওলি
Ο গ)
টমাস ম্যালথাস
Ο ঘ)
আইনস্টাইন
সঠিক উত্তর: (খ)
৮৮.
মানুষ ভাল-মন্দ বিচার করে কীসের সাহায্যে?
Ο ক)
ধারণার
Ο খ)
ব্যবহারের
Ο গ)
মূল্যবোধের
Ο ঘ)
পর্যবেক্ষণের
সঠিক উত্তর: (গ)
৮৯.
হিসাব সচেতনতা মানুষকে কী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে?
Ο ক)
আত্মবিশ্বাসী
Ο খ)
ঋণ খেলাপী
Ο গ)
তথ্য পরিবেশনকারী
Ο ঘ)
ব্যয় নিয়ন্ত্রণকারী
সঠিক উত্তর: (ক)
৯০.
দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়-
i. ১৪৯৪ খ্রিষ্টাব্দ
ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দ
iii. পঞ্চদশ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও iii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
৯১.
প্রতিষ্ঠানের আয়কর নির্ধারণের জন্য কোনটি প্রয়োজন?
Ο ক)
আয় ব্যয় নির্ণয়
Ο খ)
হিসাব সংরক্ষণ
Ο গ)
মুনাফা নির্ণয়
Ο ঘ)
আর্থিক অবস্থা বিশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
৯২.
কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা ভালোভাবে জানার জন্য প্রয়োজন-
Ο ক)
লেনদেনের সঠিক লিপিবদ্ধকরণ
Ο খ)
লেনদেন বিশ্লেষণ
Ο গ)
সঠিক তথ্য সংগ্রহ
Ο ঘ)
কোনোটিই নয়
সঠিক উত্তর: (ক)
৯৩.
বিনিময় প্রথা চালু হওয়ার কারণ কী?
Ο ক)
মানুষের চাহিদা হ্রাস
Ο খ)
সমাজ বিস্তার লাভ
Ο গ)
মানুষের জ্ঞানের প্রসার
Ο ঘ)
বিজ্ঞানের উন্নতি
সঠিক উত্তর: (খ)
৯৪.
হিসাববিজ্ঞান হল-
Ο ক)
সেই শাস্ত যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠভাবে লিপিবদ্ধ করা যায়
Ο খ)
সেই শাস্ত্র যার দ্বারা আর্থিক কার্যাবলি সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং আর্থিক ফলাফল নির্ণয় করা যায়
Ο গ)
সেই হিসাব যার দ্বারা লাভ-ক্ষতি জানা যায়
Ο ঘ)
সেই পদ্ধতি যার দ্বারা আর্থিক অবস্থা ভাল করা যায়
সঠিক উত্তর: (খ)
৯৫.
হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে-
i. সততা অবলম্বনে
ii. রক্ষণশীলতা অর্জনে
iii. নিয়মানুবর্তিতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
i, ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)
৯৬.
প্রতিষ্ঠানের ক্ষমতা বিকেন্দ্রীভূত হয় কী কারণে?
Ο ক)
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজের চাপ হ্রাসের জন্য
Ο খ)
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাজ মনোযোগের সাথে করবার সুবিধার্থে
Ο গ)
প্রাতিষ্ঠানিক ব্যয়হ্রাসের জন্য
Ο ঘ)
প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির উদ্দেশ্যে
সঠিক উত্তর: (খ)
৯৭.
জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে-
i. দায়িত্ববোধ
ii. সঞ্চয় প্রবণতা
iii. কর্মবিমুখতা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও iii
সঠিক উত্তর: (ক)
৯৮.
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ীকে কখন ঋণ সরবরাহ করে?
Ο ক)
ঋণ পরিশোধ ক্ষমতা যাচাই করে
Ο খ)
আমদানি বাণিজ্য লাভজনক হলে
Ο গ)
রপ্তানি বাণিজ্যের হার বেশি হলে
Ο ঘ)
ব্যবসায়িক সম্পর্ক অনুকূল হলে
সঠিক উত্তর: (ক)
৯৯.
কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল?
Ο ক)
রোম
Ο খ)
ভেনিস
Ο গ)
লন্ডন
Ο ঘ)
বোস্টন
সঠিক উত্তর: (খ)
১০০.
মূল্যবোধ হলো একটি মানদন্ড যা গড়ে ব্যক্তি ও সমাজের-
i. চিন্তা-চেতনার ভিত্তিতে
ii. বিশ্বাসের ভিত্তিতে
iii. ধ্যান-ধারণার ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
খতিয়ানঃ
মৌজা ভিত্তিক এক বা একাদিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি,
খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে।
আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে
সিএস, এসএ এবং আরএস উল্লেখযোগ্য।
*সি এস খতিয়ানঃ
১৯১০-২০ সনের মধ্যে সরকারি আমিনগণ প্রতিটি ভূমিখণ্ড পরিমাপ করে উহার আয়তন, অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক মৌজা নকশা এবং প্রতিটি ভূমিখন্ডের মালিক দখলকারের বিররণ সংবলিত যে খতিয়ান তৈরি করেন সিএস খতিয়ান নামে পরিচিত।
*এস এ খতিয়ানঃ
১৯৫০ সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাসের পর সরকার জমিদারি অধিগ্রহণ করেন। তৎপর সরকারি জরিপ কর্মচারীরা সরেজমিনে মাঠে না গিয়ে সিএস খতিয়ান সংশোধন করে যে খতিয়ান প্রস্তুত করেন তা এসএ খতিয়ান নামে পরিচিত। কোনো অঞ্চলে এ খতিয়ান আর এস খতিয়ান নামেও পরিচিত। বাংলা ১৩৬২ সালে এই খতিয়ান প্রস্তুত হয় বলে বেশির ভাগ মানুষের কাছে এসএ খতিয়ান ৬২র
খতিয়ান নামেও পরিচিত।
*আর এস খতিয়ানঃ
একবার জরিপ হওয়ার পর তাতে উল্লেখিত ভুলত্রুটি সংশোধনের জন্য
পরবর্তীতে যে জরিপ করা হয় তা আরএস খতিয়ান নামে পরিচিত। দেখা যায় যে, এসএ জরিপের আলোকে প্রস্তুতকৃত খতিয়ান প্রস্তুতের সময় জরিপ কর্মচারীরা সরেজমিনে তদন্ত করেনি। তাতে অনেক ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। ওই ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সরেজমিনে ভূমি মাপ-ঝোঁক করে পুনরায় খতিয়ান প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন।
এই খতিয়ান আরএস খতিয়ান নামে পরিচিত। সারাদেশে এখন পর্যন্ত তা সমাপ্ত না হলেও অনেক জেলাতেই আরএস খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে।সরকারি আমিনরা মাঠে গিয়ে সরেজমিনে জমি
মাপামাপি করে এই খতিয়ান প্রস্তুত করেন বলে তাতে ভুলত্রুটি কম লক্ষ্য করা যায়।
বাংলাদেশের অনেক এলাকায় এই খতিয়ান বি এস খতিয়ান নামেও পরিচিত।
*বি এস খতিয়ানঃ
সর্ব শেষ এই জরিপ ১৯৯০ সা পরিচালিত হয়। ঢাকা অঞ্চলে মহানগর জরিপ হিসাবেও পরিচিত।
*দাগঃ
দাগ শব্দের অর্থ ভূমিখ-। ভূমির ভাগ বা অংশ বা পরিমাপ করা হয়েছে এবং যে সময়ে পরিমাপ করা হয়েছিল সেই সময়ে ক্রম অনুসারে প্রদত্ত ওই পরিমাপ সম্পর্কিত নম্বর বা চিহ্ন।
সরেজমিনে জরিপ করার পর আমিন বা জমি পরিমাপকারী সর্ব প্রথম গ্রামের চতুঃসীমা নির্ধারণ করেন এবং গ্রামের প্রতিটি ভূমিখ- পরিমাপ করে তার অবস্থান ওই গ্রামের প্রস্তুয়মান নকশায় প্রদর্শন করার জন্য সংখ্যায়িত করেন। এভাবে নকশায় প্রদর্শিত প্রতিটি ভূমিখন্ডের সংখ্যাকে দাগ নম্বর বলে। দাগকে কোথাও কিত্তা বলা হয়।
*পর্চা কীঃ
ভূমি জরিপকালে প্রস্তুতকৃত খসরা খতিয়ান যে অনুলিপি তসদিক বা সত্যায়নের পূর্বে ভূমি মালিকেরনিকট বিলি করা হয় তাকে মাঠ পর্চা বলে। রাজস্ব অফিসার কর্তৃক পর্চা সত্যায়িত বা তসদিক হওয়ার পর আপত্তি এবং আপিল শোনানির শেষে খতিয়ান চুরান্তভাবে প্রকাশিত হওয়ার পর ইহার অনুলিপিকে পর্চা বলা হয়।
*চিটাঃ
একটি ক্ষুদ্র ভূমির পরিমাণ, রকম ইত্যাদির পূর্ণ বিবরণ চিটা নামে পরিচিত। বাটোয়ারা মামলায় প্রাথমিক ডিক্রি দেয়ার পর তাকে ফাইনাল ডিক্রিতে পরিণত করার আগে অ্যাডভোকেট কমিশনার সরেজমিন জমি পরিমাপ করে প্রাথমিক ডিক্রি মতে সম্পত্তি এমনি করে পক্ষদের বুঝায়ে দেন। ওই সময় তিনি যে খসড়া ম্যাপ প্রস্তুত করেন তা চিটা বা চিটাদাগ নামে পরিচিত।
*দখলনামাঃ
দখল হস্তান্তরের সনদপত্র।
সার্টিফিকেট জারীর মাধ্যমে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি নিলাম খরিদ করে নিলে সরকার পক্ষ সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দেয়ার পর যে সনদপত্র প্রদান করেন তাকে দখলনামা বলে।
সরকারের লোক সরেজমিনে গিয়ে ঢোল পিটিয়ে, লাল নিশান উড়ায়ে বা বাঁশ গেড়ে দখল প্রদান করেন। কোনো ডিক্রিজারির ক্ষেত্রে কোনো সম্পত্তি নিলাম বিক্রয় হলে আদালত ওই
সম্পত্তির ক্রেতাকে দখল বুঝিয়ে দিয়ে যে সার্টিফিকেট প্রদান করেন তাকেও দখলনামা বলা হয়। যিনি সরকার অথবা আদালতের নিকট
থেকে কোনো সম্পত্তির দখলনামা প্রাপ্ত হন, ধরে নিতে হবে যে, দখলনামা প্রাপ্ত ব্যক্তির সংশ্লিষ্ট সম্পত্তিতে দখল আছে।
*বয়নামাঃ
❂১৯০৮ সালের দেওয়ানি কার্যবিধির ২১ আদেশের ৯৪ নিয়ম অনুসারে কোনো স্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় চূড়ান্ত হলে আদালত নিলাম করে তাকে নিলামকৃত সম্পত্তির বিবরণ সংবলিত যে সনদ দেন তা বায়নামা নামে পরিচিত।
❂❂বায়নামায় নিলাম ক্রেতার নামসহ অন্যান্য তথ্যাবলি লিপিবদ্ধ থাকে।
❂❂❂কোনো নিলাম বিক্রয় চূড়ান্ত হলে ক্রেতার অনুকূলে অবশ্যই বায়নামা দিতে হবে।
❂❂❂❂যে তারিখে নিলাম বিক্রয় চূড়ান্ত হয় বায়নামায় সে তারিখ উল্লেখ করতে হয়।
*জমাবন্দিঃ
জমিদারি আমলে জমিদার বা তালুকদারের সেরেস্তায় প্রজার নাম, জমি ও খাজনার বিবরণী লিপিবদ্ধ করার নিয়ম জমাবন্দি নামে পরিচিত। বর্তমানে তহশিল অফিসে অনুরূপ রেকর্ড রাখা হয় এবং তা জমাবন্দি নামে পরিচিত।
*দাখিলাঃ
সরকার বা সম্পত্তির মালিককে খাজনা দিলে যে রশিদ প্রদান করা হয় তা
দাখিলা বা খাজনার রশিদ নামে পরিচিত।
দাখিলা কোনো স্বত্বের দলিল নয়, তবে তা দখল সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে।
*হুকুমনামাঃ
আমলনামা বা হুকুমনামা বলতে জমিদারের কাছ থেকে জমি বন্দোবস্ত নেয়ার পর প্রজার স্বত্ব দখল প্রমাণের দলিলকে বুঝায়। সংক্ষেপে বলতে গেলে জমিদার কর্তৃক প্রজার বরাবরে দেয়া জমির বন্দোবস্ত সংক্রান্ত নির্দেশপত্রই আমলনামা।
*জমা খারিজ কিঃ
জমা খারিজ অর্থ যৌথ জমা বিভক্ত করে আলাদা করে নতুন খতিয়ান সৃষ্টি করা। প্রজার কোন জোতের কোন জমি হস্তান্তর বা বন্টনের কারনে মূল খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নুতন জোত বা খতিয়ান খোলাকে জমা খারিজ বলা হয়।
*মৌজা কিঃ
ক্যাডষ্টাল জরিপের সময় প্রতি থানা এলাকাকে অনোকগুলো এককে বিভক্ত করে প্রত্যেকটি একক এর ক্রমিক নং দিয়ে চিহ্নিত করে জরিপ করা হয়েছে। থানা এলাকার এরুপ প্রত্যেকটি একককে মৌজা বলে। এক বা একাদিক গ্রাম বা পাড়া নিয়ে একটি মৌজা ঘঠিত হয়।
আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের বসবাস উপযোগী বসতভিটা এবং চাষাবাদযোগ্য
জমিকে নির্ভেজাল রাখতে আপনি সচেতন হোন।