পেইজা কি? কিভাবে পেইজা একাউন্ট এবং ভেরিফিকেশন করবেন?
কিভাবে Payza একাউন্ট করবেন :
Payza তে একাউন্ট করতে চাইলে নিচের লিংকে ক্লিক করুণ-
এই লিংকে ক্লিক করুন
#পেইজা কি?
পেইজা হলো পেওনার বা নেটলার এর মতই একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে। যারা মাধ্যমে
ফ্রীল্যান্সাররা তাদের উপার্জিত টাকা তাদের কাছে আনতে পারেন।
#বাংলাদেশে কি তাদের সার্ভিস আছে?
হ্যাঁ। পেইজা অফিসিয়ালি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
#পেইজা একাউন্ট কি ফ্রী তে করা যায়?
হ্যাঁ। পেইজা একাউন্ট খুলতে কোন টাকা বা ফী এর দরকার নেই।
#পেইজা একাউন্ট কি ভেরিফাই করার দরকার পড়ে? আর এই জন্য কি কি দরকার?
অবশ্যই। একাউন্ট ভেরিফাই করা না থাকলে একাউন্ট এর একটা লিমিট থাকে।
এর বেশি লেনদেন করা যায় না।
তাছাড়াও ভেরিফাই করা থাকলে অনেক নিরাপত্তাও বেশি পাওয়া যায়।
ভেরিফাই করার জন্য একাউন্ট করার পর ভেরিফাই নামক একটা অপশন ই পাওয়া
যাবে। সেখানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ড এর স্ক্যান কপি আপলোড করা লাগবে।
এর সাথে আপনার এক কপি ছবিও আপলোড করা লাগবে। পাশাপাশি যদি পাসপোর্ট থাকে
সেটার স্ক্যান কপিও আপলোড করতে পারলে খুব ভালো। বেশি ডকুমেন্ট দেখাতে পারলে
খুব তাড়াতাড়ি একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
ভেরিফাই হতে ২-৩ দিন সময় লাগতে পারে।
আর একাউন্ট খোলার সময় সব তথ্য যাতে আপনাদের এই ফটো আইডি
গুলোর সাথে মিল থাকে সেদিকে খেয়াল রাখবেন। নইলে একাউন্ট ভেরিফাই হবে না।
সবগুলো তথ্য এক হতে হবে।
#পেইজা কি বাংলাদেশে মাস্টারকার্ড প্রোভাইড করে?
হ্যাঁ। করে। তবে ফ্রী না। এই জন্য তাদের একটা চার্জ আছে।
সেই চার্জ এর টাকা পরিশোধ করলে তারা আপনার ঠিকানায় মাস্টারকার্ড পাঠিয়ে দিবে।
#আমি কিভাবে মাস্টারকার্ড পাওয়ার জন্য টাকা পরিশোধ করবো?
আপনি সহজেই বিকাশ (bkash) এর মাধ্যমে টাকা পরিশোধ করতে পারেন। তাদের ওয়েব সাইট এ গেলেই এই সম্পর্কে সব তথ্য পাবেন।
#বিকাশ দিয়ে টাকা কি আমার পেইজা একাউন্ট এ যোগ করতে পারবো?
হ্যাঁ। করতে পারবেন। তবে সেটা বাংলাদেশি টাকা হিসেবে আপনার একাউন্ট এ জমা হবে। ডলার হিসেবে নয়।
#তাহলে কি আমার একাউন্ট এর টাকা ডলার হিসেবে কনভার্ট হবে না?
না। ডলার হিসেবে কনভার্ট হবে না।
#তাহলে মাস্টারকার্ড এ টাকা কিভাবে যোগ করবো?
ফ্রীল্যান্সিং সাইট থেকে টাকা উপার্জন করে। সরাসরি টাকা যোগ করার সুবিধা বাংলাদেশিদের জন্য নাই।
#পেইজা একাউন্ট দিয়ে কি Amazon, aliexpress এই সাইটগুলো থেকে কেনাকাটা করা যাবে?
না। যাবে না। তবে তাদের মাস্টারকার্ড দিয়ে করা যাবে। সরাসরি একাউন্ট এর টাকা দিয়ে কেনাকাটা করা যাবে না।
তবে বাংলাদেশি কিছু সাইট যেমন- rokomari.com এরকম ২-১ টা সাইট
থেকে একাউন্ট এর টাকা দিয়েই কেনাকাটা করা যাবে।
কার্ড এর দরকার হবে না।
আরো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন…
কিভাবে Payza একাউন্ট ভেরিফিকেশন করবেন:
Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :
আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )
আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চান তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে ।
উল্লেখ্য যে, Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।
চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট :
- আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে ডান দিকে Verification এ ক্লিক করুন
- এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
- Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার
- ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
- সবকিছু ঠিক থাকলে Next চাপুন । আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
- সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।
এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন :
- আবার Verification এ গিয়ে Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
- Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
- আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
- সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।
- ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
- তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারণে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি
- একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারণ :
- আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
- আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে।
- আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।
Payza থেকে কিভাবে বিনা ফিতে টাকা পাঠাবেন !!!
Payza থেকে Payza Personal Account এ টাকা পাঠানোর দু’টি নিয়ম আছে।
প্রথম নিয়মে টাকা পাঠালে ফি কাটবে আর দ্বিতীয় নিয়মে টাকা পাঠালে কোনো ফি কাটবে না।প্রথম নিয়ম:
Recipient pays fees এই বাটনটি সিলেক্ট করলে যিনি টাকা পাবেন তাঁর টাকা কাটবে।
যিনি টাকা পাঠাবেন তাঁর কোনো টাকা কাটবে না।দ্বিতীয় নিয়ম:
Recipient receives full amount ( I pay fees) এই বাটনটি সিলেক্ট করলে যিনি টাকা পাঠাবেন তাঁর কোনো টাকা কাটবে না এবং যিনি টাকা পাবেন তাঁরও কোনো টাকা কাটবে না।