১. সহজ এফিলিয়েটস কি?
২. আমি কিভাবে শুরু করতে পারি?
আপনি SohojAffiliates.com এ একটি একাউন্ট করে এখনি শুরু করতে পারেন। তবে শুরু করলেই আপনি ভাল ইনকাম নাও পেতে পারেন। আপনাকে জানতে হবে কিভাবে ডিজিটাল/এফিলিয়েট মার্কেটিং করতে হয়। তাই এ বিষয়ে আপনি অনলাইনে পড়াশোনা করে যত বেশি ডিজিটাল/এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানবেন আপনি সহজ এফিলিয়েট থেকে তত বেশি আয় করতে পারবেন। তবে আপনার যদি একটি ওয়েব সাইট বা ফেসবুক পেজ অথবা একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সহজ এফিলিয়েট থেকে আপনি ব্যপক সাফল্য পেতে পারেন।
৩. সহজ এফিলিয়েটে কাজ শুরু করতে কত টাকা লাগবে?
সহজ এফিলিয়েটে কাজ শুরু করতে কোন টাকা লাগেনা। একদম ফ্রীতে জয়েন করে আপনি ইনকাম শুরু করতে পারেন।
৪. লেভেল কি?
লেভেল হচ্ছে আপনার পদবি বা রেংক। আপনি যত বেশি পরিশ্রম করবেন এবং যত বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিবেন তত দুত আপনার লেভেল বাড়তে থাকবে। আর যত বেশি লেভেল বাড়বে আপনি তত বেশি আয় করতে পারবেন ।
আপনি ঠিক কতটুকু কাজ করছেন সেটা নির্ধারন করেবে লেভেল। শুরুতে একজন মেম্বার লেভেল ১ ও থাকে। লেভেল ১ মেম্বার কোন প্রডাক্ট সেল করলে ৩% কমিশন পাবে ( টপ ডিলের প্রডাক্ট ছাড়া, টপ ডিলের প্রডাক্টের কমিশন ফিক্সড থাকে)। যদি কারো লাস্ট ৩০ দিনে টোটাল সেল ১০ টি হয় তাহলে সে লেভেল ২ তে যাবে এবং তার কমিশন হবে ৪%। এভাবেই পরবর্তী লেভেল এবং কমিশন নির্ধারন হবে। নিচে লেভেল লিস্ট দেওয়া হলো।
Total Sell | Level | Commission |
---|---|---|
1-9 | Level 1 | 3% |
10-19 | Level 2 | 4% |
20-29 | Level 3 | 5% |
30-39 | Level 4 | 6% |
40-49 | Level 5 | 7% |
50+ | Level 6 | 8% |
৫. একাউন্ট খুলতে চেষ্টা করলাম, ইমেইলে ভেরিফেকশন মেইল আসেনা, কি করবো?
রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর আপনার ইমেইলে একটা ভেরিফেকেশন মেইল যাবে, ইমেইলটা আপনার কিনা সেটা ভেরিফাই করার জন্য। যে ইমেইল দিয়ে একাউন্ট করেছেন সেই ইমেইলের ইনবক্স চেক করুন। ইনবক্সের ভেরিফিকশন লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। যদি Inbox এ মেইল না আসে তাহলে Spam বা Junk ফোল্ডার চেক করুন। যদি Spam বা Junk ফোল্ডারেও মেইল না আসে তাহলে ১০/১৫ মিনিট অপেক্ষা করুন। তারপরও যদি না আসে তাহলে বুঝতে হবে আপনি ইমেইল টাইপিং এ ভুল করেছেন। সেক্ষেত্রে সঠিক ইমেইল দিয়ে আবার নতুন একাউন্ট খুলুন। কোন সমস্যা হলে সহজ এফিলিয়েটস সাপোর্টে যোগাযোগ করুন।
৬. বোনাস টাকা কিভাবে উইথড্র করবো?
বোনাস টাকা উইথড্র করা যায়না। এটা দিয়ে কেবল প্রডাক্ট কেনা যায়। আপনি যে প্রডাক্ট টি কিনবেন সেই প্রডাক্টির ২০% পেমেন্ট আপনি বোনাস টাকা দিয়ে করতে পারবেন। ধরুন, আপনি কোন একটি প্রডাক্ট কিনতে চান যেটার মূল্য ১০০০ টাকা। তাহলে ২০% হিসেবে ২০০ টাকা আপনি বোনাস দিয়ে পরিশোধ করতে পারবেন।
1 Comments
Pingback: SohojAffiliates সহজ এফিলিয়েট লিডারশিপ কনটেস্ট - বেস্টআর্নআইডিয়া.কম