আপনি কী সোসাল মিডিয়া twitter থেকে online এ আয় করতে চান ?টুইটারের মাধ্যমে অনলাইনে আয় করুন এখনি ৷
2006 সালে এ লঞ্চ করা সোশাল মিডিয়া নেটওয়ার্ক হিসেবে twitter রয়েছে 300 মিলিয়ন user।
এর মাঝে অনেক user রয়েছে যারা টুইটারকে ব্যবহার করছেন তাদের bisnes নেটওয়ার্ক হিসেবে। ভোক্তাদের , ম্যাসেজ দেয়া, প্রোডাক্ট sel নানা কাজে twitter account ব্যবহার করে অনেকেই সফল হচ্ছেন ৷
twitter থেকে earing করার জন্য সর্ব প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে
twitter account খোলা ।
আপনার যদি একটা শক্তিশালি ফলোয়ার নেটওয়ার্ক থাকে তাহলে আপনার account আপনি টাকা উপার্জনের একটা উপায়ে করে নিতে পারেন ।
আপনার twitter এ যদি প্রচুর ফলোয়ার , তাহলে আপনি টুইটার থেকে টাকা earing এর ব্যবস্থা করতে পারবেন।
মনে রাখবেন বট ফলোয়ার থাকলে আপনি বিভিন্ন ওয়েবসাইটে twitter থেকে টাকা আয়ের উদ্দেশ্যে সাইন আপ করতে পারবেন ঠিকই, তবে $ডলার তেমন একটা আসবে না – কেননা, বুট আপনার link click করলেও সে রেজিস্ট্রেশন করবে না। চিনতার কোন কারন নাই আমি আছি না ৷
আসুন জেনে নিই 4টি website এর কথা যে 4 টি site থেকে আপনি আপনার twitter account থেকে টাকা আয়ের ব্যবস্থা করে নিতে পারেন।
1. Twitter Sponsored Tweets
ট্রাফিকদের মধ্যে কেউ যদি IZEA Inc এর নাম শুনে থাকেন, তাহলে বুঝতেই পারবেন স্পনসর্ড twittes কোম্পানিটির বর্তমান অবস্থান কুথাই । আইজিয়া ইনকর্পোরেটেড online a আয়ের ক্ষেত্রে একটি বিশাল মার্কেট।
স্পনসর্ড টুইটস প্রতিটি সফল আপডেটের জন্য বরাবর 2$ দিয়ে থাকে।
আপনি কোনো বিজ্ঞাপন গ্রহণ করলে তা 10-15 মিনিটের মধ্যেই আপডেট হবে এবং আপনার একাউন্টে পরবর্তী চব্বিশ ঘণ্টার মধ্যেই তার $ জমা হবে।
2. ad.ly site
ad.ly site টি হঠাৎ করেই online বেশ নাড়া ফেলে দিয়েছে । এটি প্রায় new একটি টুইটার অ্যাডভার্টাইজিং কোম্পানি।
ad.ly আপনাকে 7days ক্যামপেইন অফার করবে , টানা 1 সপ্তাহের জন্য আপনি $ পেয়ে যাবেন যার বিনিময়ে প্রতিদিন আপনার account থেকে একটি করে স্ট্যাটাস আপডেট করবে।
3. be-a-magpie site
be-a-magpie site রেজিস্ট্রেশন করার পর আপনার account এ অ্যাকসেস দিয়ে দিতে হবে। এর ফলে আপনাকে যখনই কোনো বিজ্ঞাপনদাতা sponsored tweet দিতে আগ্রহী হবে, তখনই site টি এটিকে লাইনে দাঁড় করিয়ে দিবে এবং সময়মতো আপডেট করে দিবে।
ন্যূনতম 5টি আপডেট/1টি স্পনসর্ড twitts হচ্ছে ratio।
বি-এ-ম্যাগপাই-এ তিন ধরনের স্পনসর্ড টুইট থাকে। পে-পার-ভিউ, পে-পার-ক্লিক এবং পে-পার-অ্যাকশন।
নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ধরনের twiter কী কাজ। আপনি এগুলোর যেকোনো একটি সিলেক্ট করে রাখতে পারেন অথবা সবগুলোকেই allow করে রাখতে পারেন। পছন্দ আপনার।
ম্যাগপাই আপনাকে paypal এর মাধ্যমে $ পরিশোধ করবে। এ জন্য আপনার ন্যূনতম ব্যালেন্স হতে হবে $৫০-$60 ডলার। আপনি আপনার ব্যালেন্স দিয়ে প্রয়োজনে বি-এ-ম্যাগপাই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজিংয়ের কাজেও যেতে পারেন।
এছাড়াও refar অপশন তো রয়েছে সেখান থেকেও আয় করতে পারবেন ৷
4. RevTwt
.revtwt বি-এ-ম্যাগপাই-এর মতোই। প্রতিটি ভ্যালিড click এর জন্য revinu টুইট দিয়ে থাকে ০.০4 ডলার থেকে ০.20 $।
advatigment twitter আপডেট হওয়ার আগে চাইলে আপনি দেখে নিতে পারবেন । এছাড়াও ইচ্ছে করলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেও বিজ্ঞাপনী টুইট পাওয়ামাত্র আপডেট করতে পারবেন আপনি।
রেভিনিউ twittes paypal এর মাধ্যমে
$ পরিশোধ করে থাকে। আপনার ব্যালেন্স ন্যূনতম 20$ ডলার হলেই আপনি টাকা পেয়ে যাবেন। এছাড়া চেকের মাধ্যমেও টাকা দিয়ে থাকে রেভিনিউ টুইট।
সেক্ষেত্রে আপনাকে আপনার ব্যালেন্স 100$ ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ৷
তবে আচতে আচতে বিপুল সংখ্যক সক্রিয় ফলোয়ার পেলে আপনিও আয় করতে পারেন twitter থেকে।
এখন ভাবুন twitter থেকে কিতনা আয় করাহ সম্ভাব ৷ আগে twitter এ ফলোয়ার বাড়ান then এর পর আমাকে কল করুন 01788716433 ৷ আমি সব বুঝিয়ে দিব ৷